পরপর শিশু মৃত্যু গাজায়, ইজরায়েলি হামলায় ধুঁকছে একাধিক হাসপাতাল

গাজা: হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখনও পর্যন্ত কোনও যুদ্ধবিরতির ঘোষণা করেনি ইজরায়েল। শেষ কয়েক সপ্তাহে লাগাতার হামলা হয়েছে গাজার একাধিক স্থানে। বাদ যায়নি কোনও হাসপাতাল বা গির্জা। স্বাভাবিকভাবেই আম নাগরিকের মৃত্যুর মধ্যেই শিশু মৃত্যুর বিষয়টিও বিশ্বের নজরে চলে এসেছে। সরাসরি যুদ্ধের জন্য তো মানুষের মৃত্যু হচ্ছেই, পাশাপাশি হাসপাতালে আক্রমণ করার জন্য শিশুদের মৃত্যু হচ্ছে। পরিস্থিতি যা তাতে বাকি শিশুদের অবস্থাও বিপণ্ণ।
হামাসকে জব্দ করতে তারা যে কোনও পদক্ষেপ নিতে পারে, এমনটা স্পষ্ট করেছিল আইডিএফ। সেই পরিপ্রেক্ষিতে গাজার বিদ্যুৎ সরবারহ বন্ধ করেছিল তারা। এখনও সেই অবস্থাই বর্তমান গাজা স্ট্রিপে। তাই জ্বালানির অভাবে কার্যত আঁধারে ডুবছে হাসপাতাল-সহ অন্যান্য এলাকা। স্বাভাবিকভাবেই এইই কারণে রোগী মৃত্যু বাড়ছে সেখানে। রোগীদের মধ্যে বহু শিশু এবং নারীরা আছেন। সম্প্রতি আল শিফা হাসপাতালে তিন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার ৩৯ জন শিশু ছিল তার হাসপাতালে, আজ ৩৬ জন। আগামী ২-৩ ঘণ্টায় আরও কয়েকজন শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন করে উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আঘাত হেনেছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। এছাড়া অন্য এক শিশু হাসপাতালেও তারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। স্বশাসিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এমতাবস্থায় গাজার অন্তত ২০টি হাসপাতালে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে।