ইসলামাবাদ: বনের রাজা তথা পশুরাজ সিংহের দাম মাথাপিছু নাকি দেড় লক্ষ টাকা। যেখানে একটা আস্ত মোষ কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়। চাহিদা বেশি থাকলে কখনো কখনো সেই দাম ১০ লাখেও পৌঁছয়। আর সেখানে কিনা একটা আস্ত সিংহের দাম মোষের দামের প্রায় অর্ধেক! শুনতে অবাক লাগলেও আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেই ঘটছে এই অবাক কান্ড। জানা যাচ্ছে সম্প্রতি লাহোরের একটি সাফারি চিড়িয়াখানা থেকে বেশ কয়েকটি আফ্রিকান সিংহ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাতেই এমন জলের দরে মিলছে সিংহ। সম্প্রতি এক স্থানীয় সংবাদমাধ্যমের হাত ধরে প্রকাশ্যে এসেছে অদ্ভুত এই ঘটনা। আর তাতেই পাকিস্তান তো বটেই, পাকিস্তানের বাইরে তার প্রতিবেশী দেশগুলোতেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
স্থানীয় ওই সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরেরও সাফারি চিড়িয়াখানায় মোট ৪০ টি সিংহ রয়েছে। তার মধ্যেই বারোটি সিংহ বিক্রি করতে ইচ্ছুক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চিড়িয়াখানার তরফ থেকে। সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ সিংহগুলি কিনতে উৎসাহী হন তাহলে তারা যেন সত্বর চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের বেশ কিছু নিয়ম মানতে হবে। কিন্তু হঠাৎ সিংহ বিক্রির প্রশ্ন উঠল কোথা থেকে? স্থানীয় ঐ সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে, ১৪২ একর জমির উপর তৈরি ওই সাফারি পার্কে সম্প্রতি জীবজন্তুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে বৃদ্ধি পেয়েছে রক্ষণাবেক্ষণের খরচও। এত জীবজন্তু পরিচর্যার জন্য একাধিক কর্মীও নিয়োগ করতে হচ্ছে। সব মিলিয়ে চিড়িয়াখানার খরচ এখন আকাশ ছোঁয়া। আর তাই টাকা বাঁচাতে এবং জীবজন্তুর রক্ষণাবেক্ষণের কারণে চিড়িয়াখানা তহবিলে যে টান পড়েছে সেই ঘাটতি মেটাতে সিংহগুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই সিংহ বেচাকেনার কাজ।
উল্লেখ্য বর্তমানে ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি পাকিস্তান। এই দেশের সরকারের ভাঁড়ারে টান পড়ায় জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুরই দাম এই মুহূর্তে প্রায় আকাশ ছোঁয়া। পাকিস্তানে বর্তমানে যে পরিমাণ আর্থিক সংকট দেখা দিয়েছে তার জেরে দিনের প্রায় অধিকাংশ সময়ই পাকিস্তানের একাধিক এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকছে। এমতাবস্তায় সিংহ বিক্রির ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে অন্য দেশের কাছে এই ঘটনা নতুন হলেও পাকিস্তানে কিন্তু এর আগেও সিংহ বিক্রির ঘটনা ঘটেছে। গত বছরেই পাকিস্তানের একটি চিড়িয়াখানা থেকে কমপক্ষে ১৪ টি সিংহ একইভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল। ফলে গোটা বিষয়টিকে খুব একটি ভালো চোখে দেখছে না পশুপ্রেমী সংস্থাগুলি। এই ধরনের কেনাবেচার ফলে সিংহগুলির জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা পর্যন্ত করছেন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা