খুন ইজরায়েলের সেনা আধিকারিক, হামাসের দোসর লেবাননের 'হিজবুল্লা'

তেল আভিভ: প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েল সেনার যুদ্ধ অব্যাহত। কোনও পক্ষই যুদ্ধ বিরতি নিয়ে ভাবছে না। তারা যে ভাববেও না এটাও স্পষ্ট হয়ে গিয়েছে। গাজা প্রদেশে বিশ্রামহীন হামলা চালাচ্ছে আইডিএফ। ইতিমধ্যেই কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হামাসের একাধিক বাঙ্কার। তবে ইজরায়েলকে ঝেলতে হচ্ছে পাল্টা হামলাও। তবে হামাস নয়, আইডিএফ-এর সম্মুখসমরে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। ইতিমধ্যেই তারা এক সেনা আধিকারিককে খুন করেছে বলে খবর। স্বভাবতই উত্তাপ ছড়িয়েছে ইজরায়েল-লেবানন সীমান্তে।
হামাসের সমর্থনে অনেকদিন আগেই বার্তা দিয়েছিল লেবাননের এই জঙ্গি গোষ্ঠী। তারা এমনও জানিয়েছিল, আমেরিকা বা অন্য কোনও দেশ ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে আসলে তার ফল ভালো হবে না। তবে থেকেই ইজরায়েল-লেবানন সীমান্তে যে চাপ বাড়বে তার আন্দাজ পাওয়া গিয়েছিল। এখন তাইই হল। জানা গিয়েছে, ইজরায়েল সীমান্তে হঠাৎ লাগাতার আক্রমণ শুরু করেছে লেবানন জঙ্গি সংগঠন হিজবুল্লা। এই হামলায় মৃত্যু হয়েছে ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিকের। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে হামলার কারণেই এই মৃত্যু বলে জানিয়েছে ইজরায়েল।
লেবাননের জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে তাদের এই সীমান্ত অঞ্চলে হামলা করেছিল ইজরায়েল সেনা। তাতে মৃত্যু হয়েছিল সাংবাদিক সহ একাধিক সাধারণ মানুষের। তারই বদলা নিতে এই হামলা চালিয়েছে তারা। এই প্রেক্ষিতেই ওই সীমান্তের ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছে তারা।