উড়ন্ত বিমান থেকে ঝাঁপ! কিন্তু কেন জানেন?

উড়ন্ত বিমান থেকে ঝাঁপ! কিন্তু কেন জানেন?

ক্যালিফোর্নিয়া: উড়ন্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ তাঁকে আহত অবস্থায় পুলিশ আটক করে হাসপাতালে পাঠায়৷ শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই বিমানবন্দর থেকে স্কাইওয়েস্ট এয়ারলাইনসের ইউনাইটেড এক্সপ্রেসের ৫৩৬৫ উড়োজাহাজটি সল্টলেক শহরের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পরই একজন যাত্রী নিজের আসন থেকে উঠে ককপিটে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হলে ওই যাত্রী উড়োজাহাজের জরুরি বেরনোর দিকের দরজা খুলে ফেলতে সক্ষম হন৷ এর পরই উড়োজাহাজের সেই পথে স্লাইডের মাধ্যমে বাইরে লাফিয়ে পড়ে আহত হন বলে জানিয়েছেন উড়োজাহাজটির কর্মীরা। উড়োজাহাজটি তখন রানওয়েতে চলছিল৷ তাংকে বিমানবন্দরের ট্যাক্সির রাস্তায় পাকড়াও করে নিজেদের হেফাজতে নেয় বিমানবন্দার কর্তৃপক্ষ৷ তিনি আহত বলে, তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে চোট গুরুতর নয় বলেও জানা গিয়েছে৷

তবে এটি কি তিনি কেন করলেন, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে উড়োজাহাজগুলোতে নিয়ম ভাঙার এমন ঘটনা ঘটছে। এফএএ জানিয়েছে, লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে গত দু’দিনে বিমান পরিষেবা দু’বার ব্যাহত হল৷ বৃহস্পতিবার এক পাইলট চেইন লিঙ্ক ফেন্স ভেঙে পালানোর চেষ্টা করেন৷ উল্লেখ্য, চলতি বছরই ছোটবড় প্রায় তিন হাজার অঘটন ঘটেছে। গত বছর প্রতিষ্ঠানটি উড়োজাহাজে অঘটনের ১৮৩টি ঘটনা তদন্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =