পাঁচ বছর ধরে কোমায় আচ্ছন্ন, মায়ের ‘জোকস’ শুনে ফিরল স্পন্দন!

পাঁচ বছর ধরে কোমায় আচ্ছন্ন, মায়ের ‘জোকস’ শুনে ফিরল স্পন্দন!

কলকাতা: ২০১৭ সালের ঘটনা৷ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন জেনিফা ফ্লেভেলেন নামে এক মহিলা৷ তিনি মিশিগানের বাসিন্দা৷ ওই দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান তিনি৷ চিকিৎসকেরা তাঁকে প্রাণে বাঁচাতে পারলেও, কোমায় চলে যান জেনিফা। এই ভাবেই হাসপাতালের বিছানায় পাঁচ বছর কেটেছে তাঁর। এতগুলো বছর নিস্পন্দ মেয়ের শরীরটাকেই সযত্নে আগলে রেখেছিলেন মা পেগি।

পাঁচ বছর পর ঘটল ‘মিরাকেল’। সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া সাক্ষাৎকারে পেগি বলেন, ‘‘এক দিন মেয়ের বিছানার সামনে বলে ‘জোকস’ শোনাচ্ছিলাম। হঠাৎ দেখি জেনিফারের শরীর হালকা হালকা কাঁপছে। বুঝতে পারি, ও কোমা থেকে বেরিয়ে আসছে।’’ পেগির ধারণা, তাঁর বলা ‘জোকস’ শোনার পরই এমনটা হয়েছে৷ এটা তাঁর কাছে সত্যই ‘আশ্চর্যজনক’৷ তাঁর কথায়, জেনিফার চার বছর ১১ মাস ‘নিথর’ অবস্থায় পড়েছিল৷ অবশেষে সে ‘যুদ্ধ’ জয়ের হাসি হেসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *