Aajbikel

কোভিড পজেটিভ মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, অনিশ্চিত মার্কিন প্রেসিডেন্টের দিল্লি সফর

 | 
বাইডেন

ওয়াশিংটন: চলতি সপ্তাহের শেষে দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ বৈঠক৷ সস্ত্রীক ভারতের আসার কথা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের৷ কিন্তু,  এরই মধ্যে জানা গেল মর্কিন ফার্স্ট লেডি কোভিড পজেটিভ৷ তিনি রয়েছেন বাইডেন পরিবারের দেলাওয়ারের খামার বাড়িতে৷ গত কয়েকদিন সেখানেই ছিলেন বাইডেন দম্পতি। যদিও প্রেসিডেন্ট বাইডেন কোভিড-নেগেটিভ বলেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। জিল বাইডেন কোভিড আক্রান্ত হওয়ায় সোমবার একাই হোয়াইট হাউসে ফিরে আসেন প্রেসিডেন্ট। চিকিৎসকরা জানান, তিনি কোভিড নেগেটিভ৷ তবে চিকিৎসকরা প্রেসিডেন্টের শারীরিক অবস্থার প্রতি নজর রাখছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও চলছে।

বাইডেন প্রত্নী কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চিন্তা বেড়েছে ভারতের। কারণ আগামী শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেখানে সস্ত্রীক জো বাইডেনের অংশ নেওয়ার কথা। তাঁদের আপ্যায়নের প্রস্তুতিও সারা৷ 


শুক্রবারই মার্কিন প্রেসিডেন্টের বিমান দিল্লিতে অবতরণ করবে বলে স্থির রয়েছে৷ কিন্তু, বাইডেন পত্নী করোনা পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরেও খানিক অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিং সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন৷ এরই মধ্যে জানা গেল জিল বাইডেনের অসুস্থতার কথা৷ 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনকে আপাতত নিভৃতবাসে থাকতে হবে৷ হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন৷ তারা নিশ্চিত হতে চাইছেন প্রেসিডেন্টের শরীরে কোনও সংক্রমণ আছে কিনা। যদিও তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে। ফাস্ট লেডির সংক্রমণও মৃদু। তাই প্রেসিডেন্ট বাইডেনের সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও দুশ্চিন্তার কথা জানায়নি হোয়াইট হাউসও৷ 

Around The Web

Trending News

You May like