কিছুক্ষণ যুদ্ধ থামাতে পারি, তবে যুদ্ধবিরতি নয়! স্পষ্ট বার্তা নেতানিয়াহুর

গাজা: প্যালেস্টাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ মাসখানেক হতে চলল। কোনও পক্ষই এখনও পর্যন্ত যুদ্ধবিরতির কথা বলেনি। বরং গাজা প্রদেশে নাগাড়ে হামলা করে চলেছে ইজরায়েলি সেনা। ৭ অক্টোবর প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী যে আক্রমণ করেছিল তার ফলস্বরূপ এখনও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। স্বাভাবিকভাবেই এই আবহে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে তাদের ওপর। কিন্তু তাতে বিশেষ তোয়াক্কা করছে না তারা। যদিও এর মধ্যে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তবে যুদ্ধবিরতির ঘোষণা তারা করছে না।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন, ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনে যুদ্ধ কিছু সময়ের জন্য থামাতে প্রস্তুত তারা। কিন্তু পুরোপুরি যুদ্ধ বন্ধ করার কোনও প্রশ্নই নেই। আপাতত যুদ্ধবিরতি নিয়ে কিছুই ভাবছে না ইজরায়েল বলে স্পষ্ট করেছেন তিনি। নেতানিয়াহু জানান, গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আইডিএফ কিছুক্ষণ হামলা বন্ধ রাখতে পারে। এছাড়া হামাসের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যেও হামলা কিছুক্ষণ বন্ধ হতে পারে। কিন্তু সার্বিকভাবে যুদ্ধবিরতি নিয়ে তারা ভাবছেই না। তাদের একটাই লক্ষ্য, হামাসকে চিরতরে নির্মূল করা।
আইডিএফ গতকালই দাবি করেছিল, গাজার একাংশ ইতিমধ্যেই দখল করা হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে গোটা গাজা স্ট্রিপ দখল করে নেবে তারা। গতকাল থেকে উত্তর গাজায় তীব্র বোমাবর্ষণ করা শুরু হয়েছে। হামাস জঙ্গিদের মনোবল ভাঙতে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসলে ইজরায়েলের এই দাবির সত্যতা নিয়ে এখনও একাংশ নিশ্চিত নয়।