Aajbikel

১০ লক্ষ গাজাবাসীকে এলাকা ছাড়ার নির্দেশ! ধ্বংসাত্মক পরিকল্পনা ইজরায়েলের

 | 
যুদ্ধ Armenia and Azerbaijan confirm peace talk with Russia

গাজা: হামাসের সঙ্গে ইজরায়েলি সেনার যুদ্ধ এখন ছ'দিনে পড়েছে। এই সময়ে আর শুধু আকাশ পথে এয়ারস্ট্রাইক নয়, ইজরায়েল সেনা ভাবছে গাজা স্ট্রিপে ঢুকে গিয়ে গ্রাউন্ড অ্যাটাক করার কথা। তারা স্পষ্ট বার্তা দিয়েছে, হামাস জঙ্গি গোষ্ঠীকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা থামবে না। এই অবস্থায় দাঁড়িয়ে উত্তর গাজায় বসবাসকারী অন্তত ১০ লক্ষ মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে ইজরায়েল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা না গেলে ইজরায়েল আক্রমণ করতে বাধ্য হবে বলেই জানিয়েছে। 

ইজরায়েলে হামলা চালিয়ে এখনও পর্যন্ত ১৫০ জনকে পনবন্দি করে ফেলেছে হামাস বাহিনী। পাল্টা ইজরায়েলের সেনার হুঙ্কার তাদের না ছাড়া হলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে তারা। ইতিমধ্যেই একাধিকবার এয়ারস্ট্রাইক করে গাজা স্ট্রিপের কয়েকটি রিফিউজি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এই হামলায় দেড় হাজার প্যালেস্তিনি মারা গিয়েছেন বলে খবর। তার আগে অবশ্য ১ হাজার ৩০০ জন ইজরায়েলিকে মারার অভিযোগ উঠেছে হামাস বাহিনীর বিরুদ্ধে। 

তবে আপাতত খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ইজরায়েল। কারণ লেবাননের জঙ্গি গোষ্ঠী আবার হামাস বাহিনীকে 'সমর্থন' জানিয়েছে। লেবাননের জঙ্গি গোষ্ঠী 'হিজবুল্লা' বড় বার্তা দিয়ে জানিয়েছে, বাইরের কেউ যদি ইজরায়েল-হামাস সংঘাতে ঢোকার চেষ্টা করে তাহলে তারা ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই যা খবর, লেবাননের ভূখণ্ড থেকে এক ডজনেরও বেশি রকেট উৎক্ষেপণ করা হয়েছে ইজরায়েলকে লক্ষ্য করে। শুধু তাই নয়, ইজরায়েলের উত্তর সীমান্তে ইতিমধ্যেই সে দেশের বাহিনীর সঙ্গে হিজবুল্লা গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়েছে।

Around The Web

Trending News

You May like