পাকিস্তানের উপর মিসাইল হামলা, জইশ ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান, পাল্টা হুঁশিয়ারি ইসলামাবাদের

পাকিস্তানের উপর মিসাইল হামলা, জইশ ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান, পাল্টা হুঁশিয়ারি ইসলামাবাদের

করাচি: ইরাকের পর পাকিস্তানের উপর এবার মিসাইল হামলা চালাল ইরান। মঙ্গলবার পাকিস্তানের বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়৷ তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গিয়েছে জইশ ঘাঁটি৷  পাকিস্তানের দাবি, বিনা অনুমতিতে তেরহান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে৷ মিসাইল হামলায় মৃত্যু হয়েছে দুই শিশুর৷ এই হামলার ফল ভয়াবহ হবে বলে পাল্টা হুমকি দিয়েছে ইসলামাবাদ।

 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালোচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক চালায় ইরানের এলিট রেভোলিউশনারি গার্ড। এই হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আইআরএনএ৷ এর আগে সোমবার একই ভাবে ইরাক এবং সিরিয়ায় জইশ জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলে ইরানের  বায়ু সেনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *