ওয়াশিংটন: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ তথা দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন বাইডেন ভারতকে ‘আমেরিকার অপরিহার্য সহযোগী’ বলে বিশেষ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তাঁর এই বার্তা প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা দিবসের দিন আরও একবার সুস্পষ্ট হল ভারত এবং আমেরিকার মধ্যেকার মজবুত সম্পর্কের প্রতিচ্ছবি। এদিন বাইডেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতেও বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ যথা ভারত এবং আমেরিকার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রসঙ্গেও বার্তা দিয়েছেন।
প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-চিন সাগরে লাগাতার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চিন। শি জিনপিং প্রশাসনের নির্দেশে লালফৌজের এহেন আগ্রাসনে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। তাই ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিকে সঙ্গে নিয়ে চিনকে একহাত নিতে তৈরি হচ্ছে বাইডেন প্রশাসন। এই প্রেক্ষাপটে এদিন বাইডেন বলেন, ‘আজ ১৫ আগস্ট প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত-সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভারতীয় স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি পালন করছেন। মহাত্মা গান্ধীর দেখানো সত্য ও অহিংসার পথে ভারতীয় গণতন্ত্রের এই সফরকে আমেরিকা সম্মান জানায়।’
প্রসঙ্গত গত মে মাসে জাপানে অনুষ্ঠিত হয়েছে কোয়ার্ড বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। সেখানেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাপট কমাতে এই চারটি দেশকে বিশেষ বার্তা দিতে দেখা যায়। এই চারটি দেশের মধ্যে সেই সময় একটি জোটও গঠিত হয়েছিল। সেই প্রসঙ্গেই আজ স্বাধীনতা দিবসের দিন বিশেষ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, ভারতের স্বাধীনতার পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যেকার কূটনৈতিক সম্পর্কেরও আজ ৭৫ তম বর্ষপূর্তি। সেই প্রসঙ্গেও বার্তা দিতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কে। বাইডেনের কথায়, ‘দুই দেশের মানুষের মধ্যে থাকা গভীর সম্পর্কের জেরে আমাদের সহযোগিতা এত মজবুত। আমেরিকায় থাকা ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা আমাদের দেশকে আরও সৃজনশীল ও মজবুত করেছে।’