Aajbikel

পেলেন জামিন, স্থগিত তদন্তও! বড়সড় স্বস্তিতে ইমরান

 | 
imran

ইসলামাবাদ: তাঁর গ্রেফতারি বেআইনি বলেছিল পাক সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতে ইমরান খান মুক্তি পেয়েছিলেন বৃহস্পতিবার। শুক্রবার তাঁকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্টও। কারণ তোষাখানা মামলার তদন্তে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। খবর অনুযায়ী, তাঁকে দু’সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। 

তোষাখানা মামলা সহ আরও একাধিক মামলায় পাক রেঞ্জার্স ইমরান খানকে গ্রেফতার করেছিল। তবে আদালতে ইমরান জানান, তাঁকে অপহরণ করে বন্দি করা হয়, লাঠি দিয়ে মারধরও করা হয়। এমনকি বিষ ইনজেকশন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইমরানের দলের সমর্থকরা জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু করে। পাক সেনাবাহিনীর ওপর, তাঁদের গাড়ি, বাড়ি সব জায়গায় তাণ্ডব চালানো হয়। পাক বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে, ফল ভালো হবে না। তবে আপাতত পরিস্থিতি শান্ত হবে বলেই ধারণা কারণ জামিন পেয়েছেন দলের সুপ্রিমো। 

শেষ কয়েকদিনে ইমরান সমর্থকদের রোষানলে পড়ে পাক বাহিনীর রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর, পাক সেনার লাহোরের কমান্ডারের বাড়ি, সহ একাধিক সেনা শিবির তছনছ হয়েছে। পিটিআই-এর সমর্থকেরা সেনাবাহিনীর সদর দফতরের ফটক ভেঙে জোর করে ঢুকে পড়ে। তারপরে সেখানে চলে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া হয় সদর দফতর। শুধু রাওয়ালপিন্ডির এই সেনা দফতরেই নয় তান্ডব চলে লাহোর, করাচির সেনা নিবাসেও। সেখানে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন।  

Around The Web

Trending News

You May like