বিষ দিয়ে হত্যার চেষ্টা হচ্ছে! গ্রেফতারির পর বিস্ফোরক দাবি ইমরানের

ইসলামাবাদ: জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল ভারতের পড়শি দেশ। আগেই ইমরানকে অত্যাচার করার অভিযোগ তোলা হয়েছিল তাঁর দলের পক্ষ থেকে। এদিন আরও বিস্ফোরক দাবি করলেন খোদ ইমরান খান। তাঁর দাবি, বিষ দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তাঁর ওপর অকথ্য অত্যাচার চালান হচ্ছে। বুধবার আদালতে দাঁড়িয়ে ইমরান এমনই কথা বলেছেন।
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে আছে হিংসা ও সন্ত্রাসে উস্কানি দেওয়ার মতো নানা অভিযোগ। তাঁকে আটদিনের জন্য দুর্নীতি দমন শাখার হেফাজতে পাঠিয়েছে ইসলামাবাদের আদালত। বুধবার ইমরানকে আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই তিনি বিস্ফোরক সব দাবি করে বসেন। ইমরান জানান, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে ২৪ ঘণ্টায় একবারও তাঁকে শৌচাগারে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে আগেই দাবি করা হয়েছিল যে, আদালতের নির্দেশের পর প্রায় জোর করেই তাঁদের দলের সুপ্রিমোকে তুলে নিয়ে যায় পাক রেঞ্জার্স বাহিনী। যাওয়ার পথে তাঁকে শারীরিকভাবে হামলা করা হয়। এমনকি তাঁর আইনজীবীকেও মারধর করা হয় বলে দাবি।