মাকড়শার জালের মতো ছড়িয়ে হামাসের সুড়ঙ্গ, খুঁজে বিস্ফোরক ভরছে IDF

গাজা: গত ৭ অক্টোবর প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী যে আক্রমণ করেছিল তার ফলস্বরূপ এখনও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধ মাসখানেক হতে চলল। কোনও পক্ষই এখনও পর্যন্ত যুদ্ধবিরতির কথা বলেনি। উলটে হামাসের নামগন্ধ সাফ করতে আকাশ, জল ছাড়াও স্থলপথে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। তারা জানতে পেরেছে, গাজা প্রদেশের মাটির নীচে একাধিক হামাসের বাঙ্কার আছে। মাকড়শার জালের মতো ছড়িয়ে তার সুড়ঙ্গ। সেগুলি খুঁজে খুঁজে বের করে তাতে বিস্ফোরক ভরছে ইজরায়েলি সেনা। একটাই লক্ষ্য, হামাস নিধন।
ইজরায়েল সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাজায় কয়েকশো কিলোমিটার জুড়ে বিছিয়ে আছে হামাসের এই সুড়ঙ্গগুলি। সেখানে শুধু হামাস বাহিনীর সদস্যরা আছে এমনটা নয়, রয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার। তাই তা ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের বিস্ফোরক। ইতিধ্যেই উত্তর গাজায় একাধিক হামাস ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে হামাসের ডেরা।
তাৎপর্যপূর্ণ ভাবে সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাময়িকভাবে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। তবে যুদ্ধবিরতি যে তিনি ঘোষণা করবেন না এমনটা স্পষ্ট করেছেন। আইডিএফ গতকালই দাবি করেছিল, গাজার একাংশ ইতিমধ্যেই দখল করা হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে গোটা গাজা স্ট্রিপ দখল করে নেবে তারা। গতকাল থেকে উত্তর গাজায় তীব্র বোমাবর্ষণ করা শুরু হয়েছে।