আয়তনে লন্ডন শহরের চেয়েও বড়! আন্টার্কটিকায় ভাঙল প্রকান্ড হিমশৈল

আয়তনে লন্ডন শহরের চেয়েও বড়! আন্টার্কটিকায় ভাঙল প্রকান্ড হিমশৈল

নয়াদিল্লি: আকারে লন্ডন শহরের চেয়েও বড়৷ আন্তর্টিকার বরফের চূড়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে গেল এমনই এক প্রকান্ড হিমশৈল৷ প্রায় ১৫০ কিলোমিটার দূরে সেই হিমশৈল ভেসে যাওয়ার ছবি ধরা পড়ল ক্যামেরায়৷ যা বিশ্লেষণ করে দেখছেন গবেষকরা৷ 

আরও পড়ুন- এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

বছরের শুরুতেই জানুয়ারি মাসে ওই হিমশৈলটি মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর ভাসতে ভাসতে সেটি উৎপত্তিস্থল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে চলে আসে। শক্তিশালী আন্টার্কটিক উপকূলীয় স্রোতের ধাক্কা এটি ক্রমশ ঘুরতে ঘুরতে এগিয়ে চলেছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা৷ এই হিমশৈলটির নাম দেওয়া হয়েছে এ-৮১।

পর্যবেক্ষণের পর বিজ্ঞানীদের দাবি, এ-৮১ নামক এই হিমশৈলটি আকারে প্রায় ১৫৫০ বর্গ কিলোমিটার। যা, আকারগত দিক থেকে লন্ডন শহরের চেয়েও বড়। উত্তর আটলান্টিক মহাসাগরে যে হিমশৈলে ধাক্কা খেয়ে প্রথম সফরেই ডুবেছিল টাইটানিক, সেই হিমশৈলের উচ্চতা ছিল ১০০ ফুট। চওড়ায় ৪০০ ফুট। এ-৮১ তার চেয়ে আয়তনে হাজার গুণ বড়।

শক্তিশালী স্রোতের টানে প্রকাণ্ড এই হিমশৈলটি ক্রমেই ওয়েডেল সাগরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ এই হিমশৈল ওয়েডেল সাগরের মধ্য দিয়ে আরও উত্তরে প্রবাহিত হয়ে দক্ষিণ আটলান্টিকের দিকে বয়ে যাবে বলেই বিজ্ঞানীদের অনুমান৷ গবেষণা সেরে ফেরার পথে ‘ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)’-র গবেষকরা এই প্রকাণ্ড হিমশৈলটির ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন৷ পরে তা প্রকাশ্যে আনেন। গবেষকরা চমকে দিয়ে আরও জানিয়েছেন, এই হিমশৈলটি চ্যাসম-১ নামে একটি বৃহৎ হিমবাহের একটা টুকরো মাত্র!