Aajbikel

পাকিস্থানে এক লিটার দুধের দাম কত জানেন? চমকে উঠবেন

কলকাতা: গল্পের গোরু গাছে ওঠে৷ কিন্তু এক লিটার দুধের দাম ১৪০ টাকা হয় কখনও শুনেছেন? হ্যাঁ৷ পাকিস্তান হলে সবই সম্ভব! পাকিস্থানে এখন তরল সোনার থেকেও দামি দুধের দাম৷ ১ লিটার পেট্রোলের দাম ১১৩ টাকা৷ আর ডিজেলের দাম ৯১ টাকা৷ মহরমের দিন ১ লিটার দুধের দাম উঠেছে ১৪০ টাকার কাছাকাছি৷ আর সরকারি নির্ধারিত প্রতি লিটার দুধের
 | 

কলকাতা: গল্পের গোরু গাছে ওঠে৷ কিন্তু এক লিটার দুধের দাম ১৪০ টাকা হয় কখনও শুনেছেন? হ্যাঁ৷ পাকিস্তান হলে সবই সম্ভব!

পাকিস্থানে এখন তরল সোনার থেকেও দামি দুধের দাম৷ ১ লিটার পেট্রোলের দাম ১১৩ টাকা৷ আর ডিজেলের দাম ৯১ টাকা৷ মহরমের দিন ১ লিটার দুধের দাম উঠেছে ১৪০ টাকার কাছাকাছি৷ আর সরকারি নির্ধারিত প্রতি লিটার দুধের দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা৷

পাকিস্তানের আর্থিক অবস্থা শোচনীয়৷ পরিস্থিতি এমন, দেশের আর্থিক পরিস্থিতি মোকাবিলায় সরকারি অনুষ্ঠানে মন্ত্রীদের বৈঠকে চা-বিস্কুট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ কিন্তু, তাতেও হালে পানি মিলছে না৷ দুধের দাম কেন রকেটের মত ঊর্ধ্বগতিতে বেড়ে গেল কেন তা নিয়ে কোনও উত্তর পাওয়া যাচ্ছে না৷ শোনা যাচ্ছে, যোগান ঠিকমত না থাকায় সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানিরা মুনাফা লাভের পেছনে পড়েছে৷

Around The Web

Trending News

You May like