ঢাকা: বাংলাদেশে যাত্রিবাহী লঞ্চে বিধ্বংসী আগুন৷ বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ ঝালকাঠিতে যাত্রিবাহী লঞ্চটিতে আগুন ধরে যায়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ অগ্নিদগ্ধ অবস্থায় ৪৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও বেশ কিছু যাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি৷
আরও পড়ুন- ব্যাপক বৃদ্ধি দৈনিক সংক্রমণের! ৫-১১ বছর বয়সিদের টিকার অনুমোদন
এদিন ঢাকা থেকে হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা বরগুনা যাচ্ছিল ‘এমভি-১০ অভিযান’ নামে ওই অভিশপ্ত লঞ্চটি। সুগন্ধী নদী দিয়ে যাওয়ার সময় তাতে আচমকাই আগুন লেগে যায়। তড়িঘড়ি লঞ্চটিকে দিয়াকুল গ্রামের একটি ঘাটে নোঙর করানো হয়। এদিকে লঞ্চে আগুন লাগতেই নদীর জলে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু যাত্রী৷ তাঁদের মধ্যে অনেকেই সাঁতার জানতেন। কিন্তু অনেকে সাঁতার না জেনেই জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর৷
খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইউনিট৷ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে ঘন কুয়াশার জেরে উদ্ধারকাজে বেগ পেতে হয় তাঁদের৷ কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷ দমকল কর্তাদের প্রাথমিক অনুমান, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷