×

অর্থসঙ্কটে জেরবার দেশ, ৮০০ টাকার বিদেশি কফির পিছনে পাক জনতার ভিড় 

 
pak

লাহোর: অর্থসঙ্কটে ভুগছে ভারতের পড়শি দেশ পাকিস্তান। বিভিন্ন জিনিসের দাম প্রায় আকাশছোঁয়া। কিন্তু সম্প্রতি যে চিত্র ধরা পড়েছে তাতে মনেই হবে না যে দেশে অর্থ কেন, কোনও রকম সঙ্কট চলছে। ৮০০ টাকার বিদেশি কফি খেতে লম্বা লাইন দিচ্ছে পাকিস্তানের মানুষ। হ্যাঁ, এমনই ছবি ধরা পড়েছে পাকিস্তানের এক বিদেশি কফির ক্যাফেটেরিয়ায় বাইরে। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ চর্চা। 

আরও পড়ুন- নিরাপদ স্থানে যাওয়ার তাড়না, দুর্গতদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা তুরস্কে

গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান। মুরগির মাংসের দাম প্রায় ১৩০ টাকা বেড়ে প্রতি কেজিতে হয়েছে ৭০০-৭৮০ টাকা। এক লিটার দুধের দাম হয়ে গিয়েছে ২০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য অনেক জিনিসই এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে লাহোরে সদ্য খোলা একটি বিদেশি ব্র্যান্ডের ক্যাফেটেরিয়ার আউটলেটে কফি খেতে জমে গিয়েছে মানুষের ভিড়। রাস্তা ছাড়িয়ে লাইন পৌঁছে গিয়েছে পাশের কয়েকটি বহুতল পেরিয়ে। এই দৃশ্য দেখে অনেকের এই প্রশ্ন, এটা অর্থকষ্টে ভোগা পাকিস্তানই তো?

জানা গিয়েছে, যে কফি খেতে মানুষ ভিড় জমাচ্ছে তার ছোট এক এক কাপের দাম ৩৫০ টাকা থেকে শুরু হয়ে ৬৫০ টাকা পর্যন্ত। বড় কাপের কফির দাম ৪৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে প্রথম দোকান খুলেছে কানাডার এই নামি কফি প্রস্তুতকারী সংস্থা। তারপর থেকেই সেখানে বিরাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে।  

From around the web

Education

Headlines