Aajbikel

জোরালো ভূমিকম্প, কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু এই দেশে! শোকবার্তা ভারতের

 | 
morocco

রাবাত: শনিবার সকালটা শুরু হল খারাপ খবরে। জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর মাটি। শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় ইতিমধ্যে ২৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারের তরফে এখনও কিছু জানানো না হলেও কেউ কেউ বলছেন মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। তবে এই সংখ্যা যে আরও বাড়বে তার আশঙ্কাও আছে। কারণ ভাঙা বাড়ির নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে খবর।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেশের মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রথম এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে তবে ধসের তলায় চাপা পড়ে থাকা বহু মানুষকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে মরক্কোর এই দুর্দিনে পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। এই ঘটনায় টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ভূমিকম্পের এই ঘটনায় শোকপ্রকাশ করে মোদী জানান, ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের সময়ে ভারত মরক্কোর পাশে আছে। যে কোনও সাহায্য করতে দেশ প্রস্তুত। এছাড়াও তিনি মরক্কোর জনগণের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

 

Around The Web

Trending News

You May like