হাসপাতালে টয়লেটের জল পান!

হাসপাতালে টয়লেটের জল পান!

জাপান: বাথরুমের জল পান করছেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স থেকে শুরু করে রোগীরাও৷ তাও আবার গত ৩০ বছর ধরে৷ জাপানের এক হাসপাতালের ঘটনা৷ সম্ভবত কলের মিস্ত্রির গন্ডগোলেই গত ৩০ বছর ধরে টয়লেটের জলই পানীয় বলে পান করা হয়েছে। রোগীদের পক্ষে অপরিশোধিত জল পান করা যে ভীষণ বিপজ্জনক, তা আর বলার অপেক্ষা রাখে না৷

জাপানের এক সংবাদমাধ্যম জানা গিয়েছে, হাসপাতালটি ওসাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। গত মাসেই এই ঘটনা প্রকাশ্যে আসে। ক্ষমা প্রার্থনা করেছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো নাকাতানি। ক্লিনিকের ভবনটি মেডিসিন বিভাগের সঙ্গে সংযুক্ত। হাসপাতালটিতে মোট ১২০টি কলেই সাধারণ কূপের জল প্রবাহিত হত, যা পানীয়  হিসেবে ব্যবহৃত হত৷ ১৯৯৩ সালে হাসপাতাল নির্মাণ করার সময়ে পাইপ সংযোগে ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে মত কর্তৃপক্ষের।

কিন্তু তারপর ৩০ বছর কেটে গিয়েছে, একবারও তা কারও নজরে আসেনি৷ চলতি বছর নতুন ভবন তৈরির সময়ে পুরনো ভবনগুলি পরিদর্শন করতেই ধরা পড়ে এই গলদ। তবে অপরিশোধিত জল পানীয় হিসেবে ব্যবহার করা হলেও, এখনও পর্যন্ত হাসপাতালে এসে জলবাহিত রোগে কেউ আক্রান্ত হননি। ২০১৪ সাল থেকে প্রতি সপ্তাহে জলের পরীক্ষাও করা হলেও, কোনও সময়ই জলে ক্ষতিকারক কিছু মেলেনিবলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =