রুশ সেনার দখলে চেরনোবিলের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্রের আঘাতে ছড়াতে পারে পরমাণু-বর্জ্য, আতঙ্কে ইউরোপ

রুশ সেনার দখলে চেরনোবিলের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্রের আঘাতে ছড়াতে পারে পরমাণু-বর্জ্য, আতঙ্কে ইউরোপ

53160f0900e021d3fcfb938ee52da597

মস্কো: ইউক্রেনের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে রুশ যুদ্ধবমান৷ চলছে মুহুর্মুহু গোলাবর্ষণ, মিসাইল হানা৷ ইউরোপের আকাশে আরও কালো বিপদের মেঘ৷ বেলারুশ সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ ট্যাঙ্কার৷ দখল নিয়েছে চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের একাংশ৷ মাথাচাড়া দিয়েছে পরমাণু যুদ্ধের আশঙ্কা৷ আকাশে বাতাসে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর বিকিরণ। যা কয়েক হাজার বছরের জন্য পঙ্গু করে দিতে পারে গোটা ইউরোপকে৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন সরকার৷ সতর্ক করেছেন বিজ্ঞানীরা৷ 

আরও পড়ুন- দুই ভিন্ন মেরু থেকে উত্থান, আজ সম্মুখ সমরে দুই রাষ্ট্রপ্রধান পুতিন-জেলেনস্কি

১৯৮৬ সালের ২৬ এপ্রিল৷ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের চেরনোবিল শহরে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল৷ দুটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র৷ উড়ে গিয়েছিল চেরনোবিলের পরমাণু চুল্লির উপরে থাকা প্রায় দু’হাজার মেট্রিক টন ওজনের ধাতব ঢাকনা। বেরিয়ে আসে রাশি রাশি ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ। যার ক্ষত আজও টাটকা৷ ওই ঘটনায় ৩১ জনের মৃত্যু হলেও বিস্ফোরণে সৃষ্ট তেজস্ক্রিয়তার ছোবল লেগেছিল লক্ষ লক্ষ মানুষের গায়ে। রাতারাতি জনবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চেরনোবিল। প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পারমাণবিক বর্জ্য৷ বিজ্ঞানীরা জানিয়েছে ২৪ হাজার বছর এর প্রভাব থাকবে৷ তত গিন এই এলাকা আর মানুষের বাসযোগ্য থাকবে না৷ সেই চেরনোবিল পরমাণু কেন্দ্রের একাংশ এখন রাশিয়ার দখলে৷ 

চেরনোবিলের মূল পরমাণু চুল্লির চার পাশে কয়েক হাজার মাইল জুড়ে রয়েছে চেরনোবিল এক্সক্লুসন জোন৷ গত ডিসেম্বর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই জোনের কাছে পৌঁছে গিয়েছে অন্তত সাড়ে সাত হাজার রুশ সেনা৷ এমনটাই জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখ্য উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক একটি বিবৃতিতে বলেন, ‘‘চেরনোবিল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছি৷ হাজার হাজার রুশ সেনা এই পারমাণবিক কেন্দ্রকে ঘিরে ফেলেছে৷ এলোপাথাড়ি গুলি,  কামানের গোলা ছুড়ছে রুশ সেনারা। নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র৷ এর ফলে যেখানে পারমাণবিক বর্জ্য রাখা হয়, তার প্রাচীরে ফাটল ধরতে পারে৷ প্রকোষ্ঠগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বেরিয়ে আসতে পারে রাশি রাশি তেজস্ক্রিয় বর্জ্য।’’ রুশ সেনার আক্রমণে চেরনোবিল থেকে তেজস্ক্রিয় বর্জ্য বেরিয়ে আসার আতঙ্কে ভীত সন্ত্রস্ত গোটা ইউক্রেন৷