Aajbikel

চিনে দৈনিক করোনায় মৃত্যু কত? সংখ্যা ভয় পাওয়াবে

 | 
করোনা

বেজিং: আচমকা হু হু করে সংক্রমণ বাড়তে শুরু করেছে চিনে। বিগত কয়েক সপ্তাহে লাগাতার সংক্রমণে আবার বিশ্ববাসীকে ভয় ধরিয়েছে লাল ফৌজের দেশ। আশঙ্কা করা হচ্ছে, ফের একবার নতুন করে কোভিড ঢেউ আছড়ে পড়তে পারে। এই অবস্থায় জানা গেল, বর্তমানে চিনো করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ৯ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন। সম্প্রতি এমন দাবি করেছে ব্রিটেনের হেলথ অ্যানালিটিকস সংস্থা 'এয়ারফিনিটি'।

আরও পড়ুন- ৮-১০ ফুট পুরু বরফের আস্তরণ রাস্তায়! 'বম্ব সাইক্লোন' প্রাণ কাড়ল বহু মানুষের

বিশেষজ্ঞদের এমনিতেই অনুমান, চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ওমিক্রনের নয়া রূপ BF.7। তার জন্যই চিনে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। এবার মৃত্যু নিয়ে বড় তথ্য সামনে এল। যদিও চিনের তরফ থেকে কোভিড তথ্য লোকানো হচ্ছে বলে দাবি করেছে একাধিক দেশ। তাই দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে চিনের থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের থেকে 'আসল' তথ্য জানতে চেয়েছে তাঁরা। বলা হয়েছে, একমাত্র সঠিক তথ্য পেলেই অন্য দেশগুলিও কোভিড মোকাবিলায় প্রস্তুত থাকতে পারবে। তাই চিন যাতে কোনও ভাবে করোনা তথ্য না লুকিয়ে চলে সেই আর্জি জানান হয়েছে।

অন্যদিকে, চিন ফেরত সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করতে এবার উদ্যত হয়েছে ব্রিটেন। চিন থেকে ফিরে সকলকে কোভিড রিপোর্ট নেগেটিভ হতে হবে বলে জানা গিয়েছে। নাহলে বিমানবন্দর থেকে কোয়রান্টিনে পাঠানো হবে। সম্প্রতি ভারত সরকারও নির্দেশিকা জারি করে জানিয়েছে, চিন সহ ৬ দেশের জন্য RT-PCR বাধ্যতামূলক। হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে আগত পর্যটকদের নিয়ে এই বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Around The Web

Trending News

You May like