Aajbikel

টাইফুন মাওয়ার বাড়াচ্ছে আতঙ্ক, ল্যান্ডফলের পরেও শক্তি কিছু কমেনি

 | 
cyclone

ম্যানিলা: পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ামে ল্যান্ডফল, টাইফুন মাওয়ার বিশাল তাণ্ডব শুরু করেছে। ঘণ্টায় ২৪০ কিমি বেগে চলতে থাকা ঝোড়ো হাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ভূখণ্ডকে স্তব্ধ করে দিয়েছে কার্যত। শেষ পাওয়া খবর অনুযায়ী, ‘সুপার টাইফুন’-এ পরিণত হয়েছে টাইফুন মাওয়ার। এখন যা ফিলিপিন্সের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুয়ামে আপাতত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও ফিলিপিন্সের অবস্থা কী হবে তা নিয়ে শঙ্কা। 

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুয়ামে কোনও প্রাণহানি হয়নি। শুধুমাত্র টাইফুনের জেরে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া একাধিক গাছ উপড়ে গিয়েছে ঝড়ের চোটে একই সঙ্গে একাধিক বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইতিমধ্যেই দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং তাতে উদ্ধার করে পাঠানো হয়েছে প্রচুর মানুষকে। এদিকে ফিলিপিন্সের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, টাইফুনের কেন্দ্রে আপাতত ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, মাঝে মাঝে তা ২৩০ কিমি প্রতি ঘণ্টাও হয়ে যাচ্ছে। 

এই মুহূর্তে গুয়ামের বিভিন্ন প্রান্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে যে গাছ উপড়ে পড়ে আছে। জলের তলায় চলে গিয়েছে গুয়ামের একাধিক রাস্তা। যে ৫০ হাজার বাড়ি, দোকান আছে তাদের মধ্যে মাত্র ৯০০-১০০০ বাড়িতে বিদ্যুৎ আছে, বাকি কোথাও নেই। তবে কোনও প্রাণহানি যে হয়নি, এটাই স্বস্তির। 

Around The Web

Trending News

You May like