Aajbikel

অভিনয় থেকে প্রযোজনা, বিনোদন জগতের সঙ্গেও জড়িয়ে ঢাকার ‘চিফ হিট অফিসার’

 | 
বুশরা

ঢাকা: বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাঙালির চর্চার কেন্দ্রে তিনি৷ কানাডা ফেরত বাঙালি কন্যা বুশরা আরফিনকে নিয়ে ক্রমেই বাড়ছে আগ্রহ৷ তাঁর কাজের অভিনবত্বই বুশরাকে নিয়ে এসেছে ফোকাসে৷ 


দুর্নীতির দমন কিংবা কালোবাজারি চক্র ফাঁস নয়, না হিংসা-অশান্তির বিনাশ, বুশরার একমাত্র কাজ হল শহরের তাপ নিয়ন্ত্রণ করা৷ ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের প্রকোপে জেরবার ঢাকা শহরকে উত্তাপের হাত থেকে বাঁচানোই তাঁর প্রধান দায়িত্ব। ‘চিফ হিট অফিসার’-এর ভূমিকায় বুশরা বিশ্বজুড়ে প্রচারে এলেও, তাঁর কিন্তু আরও অনেক প্রতিভা রয়েছে৷ তিনি পরিচিত বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে৷ সেখানে বেশ কিছু কাজও রয়েছে তাঁর৷


২০২১ সালের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন বুশরা৷ ছবির নাম ‘৭০০ টাকা’। ছবিটি মুক্তি পেয়েছিল ইউটিউবে। সেখানে তাঁর অভিনয় নজর কেড়েছিল৷ বেশ জনপ্রিয়তাও কুড়িয়েছিল ছবিটি। ‘৭০০ টাকা’ ছবিটি পরিচালনা করেছিলেন নুহাশ হুমায়ুন৷ ওই ছবিতে বুশরার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রীতম হাসান এবং সাবিলা নুরকে।


যদিও ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ছবিতে বুশরার চরিত্র খুব বড় ছিল না। তবে পর্দায় যেটুকু সময় পেয়েছেন, সেটুকু সময়েই নিজের উজার করে দিয়েছেন৷ এখানেই শেষ নয়৷ অভিনয়ের পাশপাশি বুশরা হাত পাকিয়েছিলেন প্রযোজনাতেও৷ পরিচালক নুহাশেরই একটি ছবিতেই প্রযোজনা করেছেন বর্তমান বাংলাদেশের ‘চিফ হিট অফিসার’। চলচ্চিত্র প্রযোজক হিসাবে বুশরার নাম রয়েছে ওই ছবির কৃতজ্ঞতা স্বীকারে।  নুহাশ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মশারি’-র অন্যতম প্রযোজক ছিলেন বুশরা। এই ছবিটি আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। 


বুশরার বাবা আতিকুল ইসলাম ঢাকার উত্তর পুরসভার মেয়র। পাশাপাশি পোশাকেরও ব্যবসা রয়েছে তাঁর। বুশরা বড় হয়েছেন ঢাকাতেই৷ এর পর পড়াশোনার জন্য চলে যান কানাডায়৷ সেখানে গ্লোবাল ডেভলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন তিনি। তার পর দেশে ফিরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সম্প্রতি অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার বুশরাকে ঢাকার ‘চিফ হিট অফিসার’ হিসাবে নিয়োগ করে।


বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তাপ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু কোনও বেতন নেবেন না বুশরা। তাঁর পারিশ্রমিক আসবে ওই মার্কিন সংস্থা থেকেই। আমেরিকার সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা পুরসভা৷ সেই চুক্তি অনুযায়ী, শহরে দু’লক্ষ গাছ বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় প্রথম হলেও বুশরার পদটি কিন্তু নতুন নয়। এলেনি মিরিভিলিকে প্রথম ‘গ্লোবাল চিফ হিট অফিসার’ হিসাবে নিয়োগ করেছিল রাষ্ট্রসংঘ। এর পর একে একে মায়ামি, চিলি, গ্রিস, অস্ট্রেলিয়ার মেলবোর্নের তাপমাত্রা নিয়ন্ত্রণে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করা হয়। এঁদের মূল কাজ তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণে স্বল্প এবং দীর্ঘমেয়াদি প্রকল্পও গ্রহণ করে থাকেন ‘চিফ হিট অফিসার’রা। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, ছায়া রয়েছে এমন স্থানের ব্যবস্থা করা প্রভৃতি। তাপের কারণে যে সব রোগ হয়, তার চিকিৎসার ব্যবস্থাও করে থাকেন ‘চিফ হিট অফিসার’রা৷ এই বিষয়ে সরকারের সবকটি দফতরের মধ্যে সমন্বয় সাধন করেন এই আধিকারিক। 

Around The Web

Trending News

You May like