মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ! আফগানিস্তানে মৃত্যু মিছিল

মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ! আফগানিস্তানে মৃত্যু মিছিল

কাবুল: ফের রক্তাক্ত হল তালিবান অধ্যুষিত আফগানিস্তান। আজ উত্তর আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারা করল এই বিস্ফোরণ তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে কোনও জঙ্গি সংগঠনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্রের খবর, উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশে এক মসজিদে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ইউক্রেনীয় মেয়েদের নির্বিচারে ধর্ষণের উস্কানি রুশ সেনার স্ত্রীর! ফাঁস ফোনালাপ!

সম্প্রতি কাবুলের এক স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় এবং তাতে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার খবর সামনে এসেছিল। পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ হয়। কাবুলের দাস্তে বারচি এলাকায় আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে এই বিস্ফোরণটি ঘটে। তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ। আজকের মসজিদেও শিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন, আবার ওই স্কুলও সংখ্যালঘু শিয়া হাজারা অধ্যুষিত এলাকায় অবস্থিত ছিল। লক্ষ্য করা যায়, ইসলামিক স্টেটের মতো সুন্নি কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলি বেশির ভাগ সময়ে এদের ওপর হামলা চালায়। এবারেও ঠিক টাই হয়েছে বলেই অনুমান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =