Aajbikel

'পাঠান' মুক্তি না পেলে সিনেমা হলগুলিতে তালা পড়বে! চরম বিক্ষোভ বাংলাদেশে

 | 
পাঠান

ঢাকা: ভারতের এখন এক নম্বর ছবি হয়ে দাঁড়িয়েছে শাহরুখ খানের 'পাঠান'। দেশে ৫০০ কোটির ব্যবসা ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব বাজারে ১ হাজার কোটির ব্যবসাও ছাড়িয়েছে। এই ছবির সাফল্যের ফলে বলিউড যেমন হারানো গৌরব ফিরে পেয়েছে ঠিক তেমনই বিপুল লাভের মুখ দেখেছে হল মালিক, ডিস্ট্রিবিউটররা। তবে এই নিয়ে বাংলাদেশে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে 'পাঠান' মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত পায়নি এদিকে কবে মুক্তি পাবে তার কোনও ঠিক নেই। এই আবহে সেখানকার হল মালিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। 

আরও পড়ুন- 'সেক্স অ্যাডভেঞ্চার'-এর অভিজ্ঞতা ফাঁস ঋতাভরীর, রণবীর বললেন, যৌনতা খারাপ নাকি?

‘পাঠান’ দেখাতে না পারলে একে একে তালা পড়বে হলগুলিতে! ঠিক এই হুমকিই বাংলাদেশ সরকারকে দিয়ে রাখছে তারা। আসলে ২০১৪ সাল থেকে বলিউডের ছবির বাংলাদেশে মুক্তি নিষিদ্ধ। কিন্তু শাহরুখের এই কামব্যাক ফিল্ম যে আলোড়ন সৃষ্টি করেছে তাতে পড়শি দেশের হল মালিকরা ভাবছেন যে এই সিনেমা মুক্তি পেলে আদতে তাঁদের লাভ। মোটা অঙ্কের ব্যবসা আসবে। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও তা পায়নি। তাই হুঁশিয়ারি মতোই সব হল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশে। হল মালিকদের বক্তব্য, ভারত বা উপমহাদেশের ছবি চালাতে না দিলে ব্যবসা করা মুশকিল হয়ে যাচ্ছে। 

কথা ছিল ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তি পাবে শাহরুখ খানের 'পাঠান'। কিন্তু তা হয়নি। উলটে শোনা যাচ্ছে, আদৌ এই ছবি সেখানে মুক্তি পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। ‘পাঠান’ মুক্তি প্রসঙ্গে সে দেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিন্দি সিনেমাকে ‘অশালীন’ আখ্যা দিয়েছেন সম্প্রতি। এও দাবি করেছেন তিনি যে, হিন্দি সিনেমার কারণে ক্ষতি হবে দেশীয় ছবির। তাই 'পাঠান' নিয়ে জটিলতা বজায় থাকছে। তবে বাংলাদেশে যদি এই সিনেমা মুক্তি পায় তাহলে প্রায় আট বছর পর কোনও বলিউডের ছবি মুক্তি পাবে সেদেশে। 

Around The Web

Trending News

You May like