কাবুল: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বাদগিস প্রদেশ৷ এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৫.৩৷ দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৯৷ প্রথমবার কম্পন অনুভূত হওয়ার আধ ঘণ্টায় মধ্যে ফের কেঁপে ওঠে বাদগিস প্রদেশের কাদিস এলাকা৷
আরও পড়ুন- ‘ব্লাউজ পরে আসুন’! অন্তর্বাস পরা মিস ইউনিভার্সকে বিমান উঠতে দিল না আমেরিকান এয়ার
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ীই সোমবার দুপুরে এই কম্পন অনুভূত হয়৷ মৃত ২৬ জনের মধ্যে পাঁচ জন মহিলা ও চার জন পুরুষ বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বাড়ির ভেঙে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।
গত আগস্ট মাসে রাতারাতি আফগানিস্তান দখল নিয়েছেল জঙ্গি তালিবান। এর পর থেকে বারবার নিজেদের ভোল বদলে ফেলার কথা জাহির করেছে তালিবান৷ কিন্তু পরিস্থিতি যে বিশেষ বদল ঘটেনি, তা নানা ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পয়েছে৷ তার উপর সে দেশ থেকে সেনাও প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা৷ বিদেশি অনুদান বন্ধ হয়েছে৷ দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী রসদ। বিধ্বস্ত কাবুলের অর্থনীতি। তার উপর বেড়ে চলেছে তালিবানি জুলুম। আরও একবার তালিবানের হাতে বিপন্ন আফগান নারীরা। আফগানিস্তান নিয়ে সারা বিশ্বের উদ্বেগ বেড়েছে। এহেন পরিস্থিতিতে সোমবারের ভূমিকম্প আরও ক্ষত বাড়িয়ে দিল৷
রিখটার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি না হলেও, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। আবার বেশ কিছু বাড়িতে ফাটলও ধরেছে। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ বাদগিসে এমনিতেই খরা, অনাবৃষ্টি লেগেই থাকে। তালিবান ক্ষমতা দখলের আগে কিছু বিদেশি অনুদান তারা পেত। এখন তাও বন্ধ হয়েছে৷ নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটছে এখানকার মানুষের৷ তার উপর এই ভূমিকম্প গোদের উপর বিষ ফোঁড়ার মতো৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিন্দুকুশ পর্বতমালাই এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই অঞ্চলে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়।