রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি আরও এক সাংবাদিক, রকেট হামলায় নিহত

কিয়েভ: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। শয়ে শয়ে মানুষ দীর্ঘ কয়েক মাস ধরে প্রাণ হারিয়েছে ইতিমধ্যে। একের পর এক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু যুদ্ধ কোনও ভাবেই থামছে না, থামানো যাচ্ছেও না। এদিকে এই যুদ্ধের বলি হলেন আরও এক সাংবাদিক। জানা গিয়েছে, সংবাদ সংস্থা AFP-র সাংবাদিক আরমান সোলদিন ইউক্রেনে নিহত হয়েছেন। রকেট হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
পূর্ব-ইউক্রেনে বাখমুট দখল করতে রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এদিন সেই স্থানেই ছিলেন এই সাংবাদিক। ঘটনাস্থল থেকে যতটা সম্ভব খবর তুলে আনার চেষ্টা করছিলেন তিনি। তবে আচমকাই ওখানে রকেট হামলা হয়। একটি ইউক্রেনীয় সেনাদলের সঙ্গে থাকা ওই সাংবাদিক বেঘোরে মারা পড়েন। বিস্ফোরণের জোর এতটাই ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ওই সাংবাদিক আরমান সোলদিনের। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যেই ১১ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
সম্প্রতি আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্যভাবেই তাদের অভিযোগ ইউক্রেনের দিকে। দুটি ড্রোন রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে ধাক্কা মারে। পরে ওই ড্রোন দু’টিকে নিষ্ক্রিয় করা হয়। পুতিন প্রশাসনের বক্তব্য, এই হামলার পিছনে রয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশই। তারা আদতে চাইছে ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে।