সিরিয়ায় এয়ারস্ট্রাইক, বিমান হামলায় খতম ৭ আলকায়দা নেতা, দাবি আমেরিকার

ওয়াশিংটন- গত সপ্তাহেই সিরিয়ায় এয়ার স্ট্রাইক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ সেই হামলাতেই খতম হয়েছে ৭ সিনিয়র আলকায়দা নেতা, এমনটাই দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ জানা গিয়েছে, সিরিয়ার ইদলিবে বৈঠক ছিল ওই ৭ বরিষ্ঠ আলকায়দা নেতা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্র, মেজর বেথ রিওর্দান বলেছেন, ২২ শে অক্টোবর এই এয়ারস্ট্রাইক করা হয়েছিল। তাতেই মৃত্যু হয় ৭ আলকায়দা নেতার ৷তবে তিনি সাতজন নেতার নাম পরিচয় দেননি। বেথ বলেন, আল কায়দা নেতাদের এই অপসারণ বিশ্বব্যাপী হামলা চালানোর এবং নাশকতা পরিকল্পনা করার ক্ষেত্রে সন্ত্রাসবাদী সংগঠনের ক্ষমতাকে ব্যাহত করবে৷ তিনি আরও বলেন, আলকায়দ সন্ত্রাসবাদী কার্যকলাপের সমন্বয় সাধনের জন্য নিরাপদ আশ্রয় পেতে ও তা বজায় রাখতে পশ্চিম সিরিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিয়েছিল৷ 

ওয়াশিংটন- গত সপ্তাহেই সিরিয়ায় এয়ার স্ট্রাইক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ সেই হামলাতেই খতম হয়েছে ৭ সিনিয়র আলকায়দা নেতা, এমনটাই দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ জানা গিয়েছে, সিরিয়ার ইদলিবে বৈঠক ছিল ওই ৭ বরিষ্ঠ আলকায়দা নেতা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্র, মেজর বেথ রিওর্দান বলেছেন, ২২ শে অক্টোবর এই এয়ারস্ট্রাইক করা হয়েছিল। তাতেই মৃত্যু হয় ৭ আলকায়দা নেতার ৷তবে তিনি সাতজন নেতার নাম পরিচয় দেননি। বেথ বলেন, আল কায়দা নেতাদের এই অপসারণ বিশ্বব্যাপী হামলা চালানোর এবং নাশকতা পরিকল্পনা করার ক্ষেত্রে সন্ত্রাসবাদী সংগঠনের ক্ষমতাকে ব্যাহত করবে৷ তিনি আরও বলেন, আলকায়দ সন্ত্রাসবাদী কার্যকলাপের সমন্বয় সাধনের জন্য নিরাপদ আশ্রয় পেতে ও তা বজায় রাখতে পশ্চিম সিরিয়ার অস্থিতিশীলতার সুযোগ নিয়েছিল৷ 

 
বেথ বলেন, আমাদের বন্ধু ও জোটসঙ্গী সঙ্গে আমরা আল-কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলিকে দমনের লক্ষ্য রেখে অভিযান চালিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্র ১৫ ই অক্টোবর সিরিয়ায় ইদলিবের নিকটে আল-কায়েদার বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছিল৷ প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূল করতে সবরকম ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তার আমলেই খতম হয় লাদেন পুত্র হামজা৷ এছাড়াও ইসলামিক স্টেটের প্রধান আল বাগদাদিকেও খতম করার কথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ তার পরপরই এবার মার্কিন সেনা খতম করে ইয়েমেন আল কায়দা প্রধান কাসিম আল রিমিকে৷ টুইট করে স্বয়ং সেই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

গত সপ্তাহেই অর্থাত্ অক্টোবরের ২২ তারিখ সিরিয়ার ইডলিবে আলকায়দা নেতাদের বৈঠক করার খবর পায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেইমতো তাদের খতম করার ছক কষা হয়৷ আর এরপরই এয়ারস্ট্রাইক করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ বিমান হামলায় আলকায়দার ৭ সিনিয়র নেতার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল ওয়াশিংটন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =