মস্কো: যুদ্ধের মুখোমুখি রাশিয়া-ইউক্রেন৷ নিজের অবস্থানে অনড় পুতিনের দেশ৷ বেশ কিছুদিন ধরেই ইউক্রেন সীমান্তে দেখা যাচ্ছিল কামান, যুদ্ধজাহাজ, সাঁজোয়া গাড়ির ভিড়৷ কিন্তু সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে, জল আরও অনেক দূর গড়িয়েছে৷ ইউক্রেন সীমান্ত বরাবার বিমান ঘাঁটিগুলিতে জড়ো হয়েছে বিপুল পরিমাণ রুশ যুদ্ধবিমান। যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘যুদ্ধের প্রস্তুতি’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও পড়ুন- এদিক-ওদিক ছিটকে পড়ছে মানুষ, মৃত একাধিক! ঘূর্ণিঝড় ‘ইউনিস’ দাপাচ্ছে ব্রিটেন
সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ বিমানঘাঁটিগুলির তো বটেই, ইউক্রেনের থেকে কেড়ে নেওয়া ক্রাইমিয়া এমনকি, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ বেলারুশেও উপস্থিত হয়েছে রুশ বিমানবহর৷ গত কয়েক দিন ধরে ইউক্রেন সীমান্ত লাগোয়া পাঁচটি বিমানঘাঁটি থেকে তোলা উপগ্রহচিত্রে যে ছবি ধরা পড়েছে তাতে রুশ বায়ুসেনার যুদ্ধ তৎপরতার চিহ্ন স্পষ্ট। ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে উপস্থিত হয়ছে সুখোই-৩০, মিগ-৩৫ এর যুদ্ধবিমান৷ হাজির হয়েছে সেনা হেলিকপ্টার৷ মজুত করা হয়েছে নানা সামরিক সরঞ্জাম৷
প্রসঙ্গত, মঙ্গলবার মস্কোর তরফে বলা হয়েছিল, ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধের কোনও সম্ভাবনা নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আইগর কোনাশেনকভ জানিয়েছিলেন, দক্ষিণ ও পশ্চিম প্রদেশে সেনা বাহিনীর মহড়া শেষ হয়ে গিয়েছে৷ ধীরে ধীরে ঘাঁটিতে ফিরছে তারা৷ কিন্তু বৃহস্পতিবার উপগ্রহচিত্রে যে দৃশ্য ধরা পড়েছে, তাতে আমেরিকা দাবি, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো তো দূরের কথা৷ বরং ইউক্রেন সীমান্তে ক্রমশ বাড়ছে রুশ সেনার ভিড়। ইউক্রেন লাগোয়া ৫০ কিলোমিটারের অঞ্চলজুড়ে অন্তত ১৪টি ঘাঁটি বানিয়েছে ফেলেছে রুশ বাহিনী। সীমান্তে দ্রুত সেনা পাঠাতে রাতারাতি তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু।
প্রস্তপতি চলছে জলপথেও৷ ক্রাইমিয়ার বন্দরে পৌঁছে গিয়েছে তিনটি রুশ যুদ্ধজাহাজ। উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই ইউক্রেনের এই অংশটিকে নিজেদের দখলে রেখেছে রাশিয়া৷ ওই অঞ্চলে সক্রিয় রুশ-পন্থী বিদ্রোহীদের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা সংঘর্ষ হয়েছে ইউক্রেন সেনার৷ মার্কিন গোয়েন্দাবাহিনীর রিপোর্ট বলছে, এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে কম করে ১ লক্ষ ৯০ হাজার সেনা মজুত রয়েছে৷ যে কোনও সময় বাজতে পারে যুদ্ধের রণডঙ্কা৷
এদিকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় বিশেষ করে পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর নয়াদিল্লি৷ শুক্রবার জানানো হয়েছে, আগামী ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে বিশেষ উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>