Aajbikel

আবার কি ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়বে? ৭.৭ মাত্রার ভূমিকম্প হতেই আশঙ্কা

 | 
সুনামি

নুমেয়া: বিরাট ভূমিকম্প আর তারপরেই চলে এল ভয়ানক সুনামির সতর্কতা। শেষ কয়েক মাসের মধ্যে বিশ্বের একাধিক জায়গায় বড় ভূমিকম্প দেখা গিয়েছে। সিরিয়া, তুরস্ক তো আছেই, ভারতের একাধিক জায়গাতেও ভূমিকম্প হয়েছে। তাই এবার সুনামি সতর্কতা আসতেই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তবে সুনামি আসলে তার প্রভাব ভারতে কতটা পড়বে তা এখনই বলা না গেলেও ভয় তো বেড়েই চলেছে। আসলে ২০০৪ সালের সেই স্মৃতি তো এখনও তাজা। 

জানা গিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউ ক্যালেডোনিয়ার ফরাসি উপনিবেশ লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে শুক্রবার সকালেই। এরপরেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের ৩৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। সেই অর্থে খুব বেশি গভীরতা ছিল না তার, তাই সুনামি হলে তা যে মারাত্মক আকার নিতে পারে তার আশঙ্কা আছেই। ইতিমধ্যেই ভানুয়াতু, ফিজি ও নিউ ক্যালেডোনিয়াতে জারি হয়েছে সতর্কতা। 

২০০৪ সালে ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্প হয়েছিল এবং তার পরেই উপকূলে আছড়ে পড়ে সুনামি। তার প্রভাব অন্তত ১৪ দেশে পড়েছিল যার মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কাও। ওই ভুমিকম্পকে সবচেয়ে দীর্ঘতম সময়ের ভূমিকম্প বলেও অভিহিত করা হয় যার মাত্রা রিখটার স্কেলে ৯ ছাড়িয়ে গিয়েছিল। সমুদ্রগর্ভের ৩০ কিলোমিটার নীচে ছিল সেই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু৷ তাই এবারও ভয়ঙ্কর কিছু হওয়ার আশঙ্কা করা যে বাড়াবাড়ি নয়, তা স্পষ্ট। 

Around The Web

Trending News

You May like