টুইটার ডিল আপাতত স্থগিত। সাময়িকভাবে এই চুক্তি মুনতুবি রাখা হয়েছে। শুক্রবার একটি টুইট বার্তায় এমনটাই জানালেন টেসলা প্রধান তথা টুইটারের নতুন মালিক এলন মাস্ক। জানা যাচ্ছে, স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের ব্যবহার কমানোর ক্ষেত্রে ব্যবস্থা নিতেই আপাতত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আদতে এই চুক্তি বাতিলের পিছনে কি কি কারণ রয়েছে, কিংবা এই চুক্তি সত্যিই সাময়িককালের জন্য বাতিল হয়েছে নাকি পুরোপুরি বাতিল হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
উল্লেখ্য গত ২৫ এপ্রিলই জানা যায় বিখ্যাত সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটারের প্রায় ৪০ শতাংশ মালিকানা কিনছেন এলন মাস্ক। অন্ততপক্ষে ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে মাস্কের সঙ্গে এই এই চুক্তি করেছে টুইটার সংস্থা। সঙ্গে এও জানা গিয়েছিল, টুইটার কেনার জন্য ইতিমধ্যেই ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিতে হয়েছে টেসলা প্রধানকে। হলে আগামীতে যাতে মাস্কের টুইটার সংস্থা কিংবা তাঁর অন্যান্য কোনও সংস্থাকেই বড়সড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটতে পারেন মাস্ক। এছাড়া কিছু উচ্চপদস্থ কর্মীদের বেতন কমিয়ে দেওয়ার রাস্তা অবলম্বন করা হতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। এই সমস্ত সম্ভাবনা এবং আশঙ্কার কথা জিইয়ে রেখেই টুইটার কেনার এই প্রসঙ্গে একটি বার্তা দিয়ে জানান, যতদিন পর্যন্ত এই চুক্তি সম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত কর্মী নিয়োগ বা ছাঁটাইয়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
শুক্রবার টুইটার চুক্তি সাময়িকভাবে বাতিলের পাশাপাশি এলন মাস্ক ওই একই টুইটারে লেখেন, এখনও পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায় স্প্যাম ও জাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৫ শতাংশকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। মূলত সেই কারণেই আপাতত চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। প্রসঙ্গত, মাস্কের সঙ্গে টুইটারের চুক্তি হওয়ার পরপরই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সমস্ত ভুয়ো ও জাল অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার কথা বলা হয়। এলন মাস্ক নিজেও এই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন এবং বলেছিলেন এই চুক্তি যদি সম্পন্ন হয় তাহলে তিনি প্লাটফর্ম থেকে সমস্ত জাল অ্যাকাউন্ট যাতে সরিয়ে নেওয়া হয় সেই বিষয়টিকেই অগ্রাধিকার দেবেন। কিন্তু সেক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ না নেয়ার কারণেই এই চুক্তিটি আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে অনুমান।
অন্যদিকে এলন মাস্কের সঙ্গে টুইটার চুক্তি সাময়িকভাবে মুলতুবি রাখার পর পরই শেয়ারে টুইটারের স্টকের উল্লেখযোগ্য পতন পরিলক্ষিত হয়েছে। এই প্রসঙ্গে স্টক সেলার হিডেনবার্চের রিসার্চ বলছে মাস্ক যদি এখন নিজে থেকে এই চুক্তি থেকে সরে আসেন তাহলে টুইটারের নতুন চুক্তির দাম কমবে। তবে সেক্ষেত্রে ক্ষতি মাস্কেরই। কারণ এই চুক্তি বাতিল হলে মাস্ককে বড় অঙ্কের অর্থ দিতে হবে টুইটার সংস্থাকে।