বেলারুশের বৈঠক শেষ, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবি রাশিয়ার কাছে

বেলারুশের বৈঠক শেষ, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবি রাশিয়ার কাছে

মস্কো: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে আলোচনার টেবিলে দুই দেশ৷ সোমবার বেলারুশের প্রধান প্রশাসনিক অঞ্চল হোমেলে মুখোমুখি শান্তি বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা৷ ওই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে৷ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতর ক্রিমিয়া এবং ডনবাস সহ ইউক্রেনের সমস্ত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়ার কাছে।

আরও পড়ুন- বেছে বেছে ভারতীয়দের আটকে দিচ্ছে ইউক্রেনের সেনা! কেন এমন ঘটনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বেলারুশে যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের শান্তি আলোচনা হয়, তার অন্যতম লক্ষ্য দুই দেশের মধ্যে বৈরিতার অবসান ঘটানো৷ উল্লেখ্য, প্রথমে ইউক্রেনের তরফে জানান হয়েছিল, যুদ্ধ ইস্যু নিয়ে বেলারুশ রাশিয়াকে সমর্থন করেছে, সাহায্য করেছে। তাই সেখানে কোনও আলোচনা হবে না৷ পরে বেলারুশেই বৈঠক হয়৷ এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার রাশিয়ান নিউক্লিয়ার ফোর্সকে হাই অ্যালার্ট জারি করে নাটকীয়ভাবে পূর্ব-পশ্চিম উত্তেজনা বাড়িয়ে তোলেন৷ ইউক্রেন যখন রাশিয়ার সঙ্গে বৈঠকে বসছে তখন পুতিনের সেনা এবং ট্যাঙ্কগুলি দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দু’টি ছোট শহরের দখল নেয়৷ 

ন্যাটোর “আক্রমনাত্মক বিবৃতি” এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরেই পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি বাড়ানোর নির্দেশিকা জারি করেন৷ ইউক্রেনের বিরুদ্ধে এই আগ্রাসন পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে৷