গদি বাঁচিয়ে ‘বিদেশি চক্রান্তকারী’ চেনালেন ইমরান, বিস্ফোরক দাবি

গদি বাঁচিয়ে ‘বিদেশি চক্রান্তকারী’ চেনালেন ইমরান, বিস্ফোরক দাবি

ইসলামাবাদ: শেষ ক’দিন লাগাতার টানাপোড়েন চলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে। প্রায় গদি হারাতে চলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় মোড়ে খেলা বদলে দিয়েছেন ইমরান। গদি বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং এখনও হচ্ছে বলে দাবি তুলেছেন তিনি। তাঁকে গদি থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন ইমরান। এমনকি ‘কালপ্রিট’ কে তার নামও বলেছেন তিনি।

আরও পড়ুন- দিদিমার গর্ভে লালিত নাতনি! সন্তানের মুখ দেখার অপেক্ষায় গোটা পরিবার

ইমরানকে ছেড়ে গিয়েছে তাঁর দলের প্রধান জোটসঙ্গী। বিরোধী দলের সঙ্গে নয়া জোট করেছে তারা। এই অবস্থায় যে কোনও মুহূর্তে তাঁর সরকারের পতন হতে পারত। কিন্তু ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, তখন তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে। তাঁর কাছে গিয়ে সাধারণ নির্বাচন ঘোষণা করার আর্জি জানান তিনি। সেই মতো সংসদ ভেঙে যায়। পাক সংসদে অনাস্থা প্রস্তাব বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করে ইমরান জানিয়ে দিয়েছেন, মার্কিন কূটনীতিবিদ ডোনাল্ড লু-ই তাঁর ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকার পতনের পরিকল্পনা করেছিলেন। এই দাবির পরেই রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে।

এইটুকুতেই বিতর্ক শেষ নয়। ইমরান আরও জানান যে, আমেরিকায় পাকিস্তানি দূত আসাদ মাজিদকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন লু। জানিয়েছিলেন, যদি ইমরান টিকে যায়, তবে তার জন্য বড় ‘মূল্য’ চোকাতে হবে। এই ঘটনার কথাই তুলে ধরে পাক প্রধানমন্ত্রী দাবি করছেন যে, পাকিস্তানের বাইরে থেকেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করা হচ্ছে। এতে দেশের নিরাপত্তা সঙ্কটে পড়ছে। যদিও এখন আপাতত নিজের কুর্সি বাঁচিয়ে ‘ফ্রন্টফুটে’ খেললেন ইমরান। শেষ মুহূর্তে রাষ্ট্রপতির কাছে যাওয়া তাঁর মাস্টারস্ট্রোক বলা যায়।

আরও পড়ুন- চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা, বিক্ষোভে জ্বলছে দেশ, কী ভাবে এই পরিণতি?

আসলে ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, তখন তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে। তাঁর কাছে গিয়ে সাধারণ নির্বাচন ঘোষণা করার আর্জি জানান ইমরান। সেই মতো সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন আরিফ। এই বিষয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ঈশ্বর পাকিস্তানের উপর নজর রাখেছেন। কী ভাবে তাঁর সরকারকে ফেলতে বিরোধীরা পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাও সবাই দেখছে। এর পরই দেশবাসীর উদ্দেশে ইমরানের বক্তব্য, দেশের মানুষই স্থির করুন, তারা কাকে ক্ষমতায় দেখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =