অন্তর্বাস পড়ে ভোট দিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা! কারণ শুনতেই চোখ কপালে বিশ্ববাসীর

অন্তর্বাস পড়ে ভোট দিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা! কারণ শুনতেই চোখ কপালে বিশ্ববাসীর

সিডনি: অস্ট্রেলিয়ার সম্প্রতি সাধারণ নির্বাচন হল। সেই নির্বাচনে পরাজিত হয়েছেন স্কট মারিসন। কিন্তু দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ শুধু অন্তর্বাস পরে ভোট দিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার পুরুষদের একটা অংশ কেন শুধু অন্তর্বাস পরে ভোট দিলেন? 

একটি অন্তর্বাস কোম্পানি প্রস্তাব দিয়েছিল, শুধুমাত্র আন্তর্বাস পরে ভোট দিতে যেতে হবে। তাহলেই তার সংস্থার অন্তর্বাস বিনামূল্যে দেওয়া হবে। এই ঘোষণার পরেই অস্ট্রেলিয়ার বহু পুরুষ সংস্থার প্রস্তাব মেনে শুধু অন্তর্বাস পরে ভোট দিতে যান। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে শেয়ার হয়। 

অস্ট্রেলিয়ার অন্যতম বড় সাঁতারের পোশাক সংস্থা বুজি স্মাগলার একটি প্রস্তাব দিয়েছিল। সেখানে জানানো হয়েছিল, অস্ট্রেলিয়ার পুরুষরা যদি শুধু অন্তর্বাস পরে ভোট দিতে যান। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে সংস্থার তরফে তাঁদের অন্তর্বাস বিনামূল্যে দেওয়া হবে। সংস্থার মালিক অ্যাডাম লিনফোর্থ বলেন, এতটা সাড়া পাব আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম, দুই একজন হয়তো এই কাজ করবে। কিন্তু শয়ে শয়ে পুরুষ শুধু অন্তর্বাস পরে ভোট দিতে গিয়েছেন। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এটা সংস্থার জন্য খুব লাভজনক প্রমাণিত হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁরা এই অদ্ভূত প্রস্তাবে অংশগ্রহণ করেছেন। তাঁদের সোমবার অর্থাৎ ২৩ মে ভাইচার পাঠানো হবে। 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে হেরে গেলেন স্কট মরিসন। লিবারাল-ন্যাশনাল জোটকে পরাস্ত করে ক্ষমতায় অ্যান্টনি অ্যালবানেজির দল লেবার পার্টি। বিশেষজ্ঞরা মনে করছেন, স্কট মরিসনকে লেবার পার্টির পাশাপাশি নির্দল মহিলা প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই নির্দল মহিলা প্রার্থীরা ‘টিল’ নামে পরিচিত। গত দুই বছরের বেশি সময় ধরে মহামারী, আর্থি অনটন, বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে করতে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ টিল ও লেবার পার্টিকে বেছে নিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *