মধ্যরাতে সিত্রাং-এর তাণ্ডব! উপকূল পেরিয়ে বাংলাদেশের স্থলভাগে ঘূর্ণিঝড়, মৃত ৯

মধ্যরাতে সিত্রাং-এর তাণ্ডব! উপকূল পেরিয়ে বাংলাদেশের স্থলভাগে ঘূর্ণিঝড়, মৃত ৯

 ঢাকা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই  সোমবার সন্ধ্যায় প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ। গভীর রাতে আঘাত হানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি৷ এমনটাই বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। সিত্রাংয়ের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে পড়শি দেশে। সিত্রাং-এর তাণ্ডবে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা৷ বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন জেলায়৷ সন্ধ্যার পর থেকে ঝড়-বৃষ্টির তাণ্ডব আরও তীব্র হয়েছে৷ 

আরও পড়ুন- ব্রিটিশরা শাসন করেছিল ভারত, এবার ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতায় এক ভারতীয় বংশোদ্ভুত

বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মূল কেন্দ্রটি উপকূল অতিক্রম করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় এবং মূল কেন্দ্রটি রাতের দিকে উপকূলে আঘাত করে। সিত্রাং-এর কেন্দ্রটি ভোলার উপর দিয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সোমবার গভীর রাত পর্যন্ত বাংলাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন এবং সিরাজগঞ্জে প্রাণ হারিয়েছেন ২ জন। ঝড়ের ধাক্কায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় একটি গাছ উপড়ে পড়েছে। ব্যহত যান চলাচল৷ 

সিত্রাং

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশির ভাগ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী ১৫টি জেলায় নদ–নদীর জলস্তর স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উঁচু দিয়ে বইছে। ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব পড়েছে বাংলাদেশের মোট ১৩টি জেলায়। ওই  জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকা থেকে বহু বাসিন্দাকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।