Aajbikel

জোরালো ভূমিকম্পে কাঁপল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫! জারি সুনামি সতর্কতা

 | 
ভূমিকম্প

টোকিও: বছরের প্রথম দিনেই প্রাকৃতিক বিপর্যয়ের কবলে জাপান৷ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের পরেই জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা৷ 

চার দিন আগেও একবার কেঁপে উঠেছিল জাপান৷ সে দেশের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কুরলি দ্বীপ এবং তৎ-সংলগ্ন এলাকায় পর পর দু’বার কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৬.৫ এবং ৫। কিন্তু সোমবার কম্পনের তীব্রতা ছিল আগের চেয়েও বেশি। যার জেরেই সুনামির সম্ভাবনা তৈরি হয়েছে৷ 


 

Around The Web

Trending News

You May like