Aajbikel

যেন রক্তবন্যা! মাত্র তিন সপ্তাহে গাজায় শুধু শিশু মৃত্যু ৪ হাজার

 | 
gaza

গাজা: গত ৭ অক্টোবর ইজরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস। তারপর থেকে বহু মানুষের মৃত্যু হয়েছে দুই পক্ষের। কিন্তু সবথেকে মর্মান্তিক যে তথ্য সামনে আসছে তা হলে অন্তত ৪ হাজার শিশুর মৃত্যু হয়েছে এই হামলার কারণে। ভয়ানক বিষয় হল, শেষ ৩ সপ্তাহের মধ্যেই এদের মধ্যে বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে, গত চার বছরে কোনও সংঘাতপূর্ণ অংশে এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়নি। 

প্যালেস্টাইনের ওপর হামলা চালিয়ে ইজরায়েল হামাস বাহিনীকে নিঃশেষ করতে চেয়েছে। ইতিমধ্যেই তাদের বহু বাঙ্কার এবং গোপন ডেরা ধ্বংস করেছে তারা। তবে সম্প্রতি একটি হাসপাতাল এবং গির্জায় হামলা নিয়ে তারা আরও বেশি সমালোচিত হয়েছে। এই আবহেই আরও জানা গেল, গাজায় গত তিন সপ্তাহে অন্তত ৩ হাজার ৩০০ শিশু প্রাণ হারিয়েছে, যা মোট প্রাণহানির ৪০ শতাংশ! এছাড়া ওয়েস্ট ব্যাংকে নিহত হয়েছে আরও ৩৬ জন শিশু। শুধু তাই নয়, গাজায় এ পর্যন্ত হাজার জন শিশু নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। সুতরাং মৃত্যু যে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। 

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পর্যন্ত শুধু প্যালেস্টাইনে মারা গিয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। আহত ২০ হাজারেরও বেশি। এছাড়া গাজার ওয়েস্ট ব্যাংকেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! ওদিকে, হামাসের হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত নিহত প্রায় ১ হাজার ৫০০ জন। এদের মধ্যে আবার ৩০০ জনের বেশি সেনা।   

Around The Web

Trending News

You May like