বর্ণবিদ্বেষ মামলায় জিত যুবকের, কীভাবে জানেন?

বরিস: বরিস বেকারের ছেলের নামে টুইটারে বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য জরিমানা হল জার্মানির অতি দক্ষিণপন্থী ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ দলের এক এমপিকে। জেন্স মেয়ার নামে ওই এমপি এক প্রাক্তন বিচারপতি। একবছর আগে তিনি লিখেছিলেন, বিখ্যাত বাবার চিরকালীন সন্তান হিসেবে তাকে দেখানোয় আপত্তি করছে নোয়া বেকার। মনে হচ্ছে, এই ছোট্ট অর্ধেক নিগ্রো বড্ড বেশি মনোযোগ পেয়ে গিয়েছে।

বর্ণবিদ্বেষ মামলায় জিত যুবকের, কীভাবে জানেন?

বরিস: বরিস বেকারের ছেলের নামে টুইটারে বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য জরিমানা হল জার্মানির অতি দক্ষিণপন্থী ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ দলের এক এমপিকে। জেন্স মেয়ার নামে ওই এমপি এক প্রাক্তন বিচারপতি।

একবছর আগে তিনি লিখেছিলেন, বিখ্যাত বাবার চিরকালীন সন্তান হিসেবে তাকে দেখানোয় আপত্তি করছে নোয়া বেকার। মনে হচ্ছে, এই ছোট্ট অর্ধেক নিগ্রো বড্ড বেশি মনোযোগ পেয়ে গিয়েছে। মেয়ারের যুক্তি তিনি টুইট করেননি। করেছে তাঁর এক কর্মচারী। ২৫ বছরের নোয়া বেকার একজন ডিজাইনার। তার নিজের ব্র্যান্ড রয়েছে। জরমিনা হিসেবে মেয়ারকে ১৫০০০ ইউরো দিতে হবে নোয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =