১০ দিনে ১ কোটি ১০ লক্ষ করোনা টেস্ট! নয়া নির্দেশ সরকারের

বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বেই একই চিত্র। প্রাথমিকভাবে করোনা টেস্টের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। একই সুর শোনা গেল চিনে। গোটা বিশ্বে করোনার ভয়াবহ প্রকোপের জন্য যে উহান শহর নিয়ে নানা জল্পনা, সেখানেই গণহারে স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট স্বাস্থ্যমন্ত্রকের তরফে। যেখানে বিশ্বের বহুদেশেই পর্যাপ্ত টেস্টের ঘাটতির অভিযোগ উঠছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ১০ দিনে ১ কোটি ১০ লক্ষ মানুষের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিল তারা।

বেজিং: বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বেই একই চিত্র। প্রাথমিকভাবে করোনা টেস্টের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। একই সুর শোনা গেল চিনে। গোটা বিশ্বে করোনার ভয়াবহ প্রকোপের জন্য যে উহান শহর নিয়ে নানা জল্পনা, সেখানেই গণহারে স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট স্বাস্থ্যমন্ত্রকের তরফে। যেখানে বিশ্বের বহুদেশেই পর্যাপ্ত টেস্টের ঘাটতির অভিযোগ উঠছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ১০ দিনে ১ কোটি ১০ লক্ষ মানুষের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিল তারা।

উহান প্রদেশের নাম শুনলেই আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মনে। উহানকে কোভিড ১৯ মারণ ভাইরাসের 'আঁতুরঘর' মনে করেন অনেকেই। সেই অভিযোগ তুলেছে 'ফার্স্ট কান্ট্রি' আমেরিকার মতো দেশও। তবে শুধু আতঙ্কই নয়, উহান প্রদেশের নাম শুনলে সাধারণ মানুষের মনে এমন ধারণাও জন্মায়, গোটা বিশ্ব যখন করোনার জেরে ধুঁকছে, তার আগেভাগেই অবিশ্বাস্য কামব্যাক করেছে চিন। লকডাউন জারি ছিল ৭৬ দিন। তবে সম্প্রতি উহানের ডংজিহু জেলায় নতুন করে কোভিড ১৯ সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে চিন সরকার।

উহানের ১ কোটি ১০ লক্ষ বাসিন্দাকে কোভিড ১৯ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তাও মাত্র ১০ দিনের মধ্যেই করতে হবে বলে জানা গেছে সংবাদ সূত্রে। উহান প্রশাসন এই বিশাল সংখ্যক মানুষের নিউক্লেইক অ্যাসিড টেস্ট করার পরিকল্পনা নিয়েছে। মাত্র ১০ দিনে এত সংখ্যক পরীক্ষা আদৌ সম্ভব কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এই বিষয়ে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহামারী সংক্রান্ত বিদ্যার প্রধান উ জুনৌ জানিয়েছেন, সবাইয়ের পরীক্ষা করার প্রয়োজন নেই এই মুহূর্তে। যাঁদের শরীরে করোনার কোনওরকম উপসর্গই নেই, তাঁদের পরীক্ষা করার কোনও প্রয়োজনই নেই। চিনে এখনও পর্যন্ত কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র উহানেই করোনায় মৃত্যুর সংখ্যা ৩,৮৬৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =