লাটে দূরত্ব-বিধি! করোনার আঁতুর ঘর উহানে দেদার ফুর্তি, অর্ধনগ্ন পুল-পার্টি

লাটে দূরত্ব-বিধি! করোনার আঁতুর ঘর উহানে দেদার ফুর্তি, অর্ধনগ্ন পুল-পার্টি

 

বেজিং:  কয়েক হাজার মানুষ হাতে হাত মিলিয়ে মজেছেন উৎসবের আমেজে৷ মুখে মাস্ক নেই, নেই সোশ্যাল ডিস্টেন্সের বালাই৷ ভাবছেন হয়তো, এটা আর যাই হোক, ২০২০-র ছবি হতে পারে না৷ কিন্তু এমনটাই হল ২০২০-তে৷ যে উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল মারন করোনাভাইরাস, সেই উহানেই দেখা গেল এই ছবি৷ যা দেখে রীতিমতো চমকে উঠবেন আপনি৷ 

আরও পড়ুন- ‘হার্ড ইমিউনিটি’র ধারে কাছেও নেই আমরা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে উহান মায়া বিচ ওয়াটার পার্কে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাঁদের মধ্যে কোনও সামাজিক দূরত্বের পয়োরা নেই, নেই মাস্কের চিহ্ন৷ একসঙ্গে জলে নেমে হৈ হৈ করে পার্টি করছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে গত জানুয়ারি মাসে যখন উহানে প্রথম লকডাউন শুরু হল, সেই ছবি ছড়িয়ে পড়েছিল সাংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷

সেই সময় এক গভীর শূন্যতা ঘিরে ধরেছিল গোটা উহান শহরকে৷ চিনের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয় পড়েছিল ১১ মিলিয়ন মানুষের এই শহর৷ মার্চ থেকে লকডাউন শিথিল হতে শুরু করে৷ এরপর এপ্রিল মাসে উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয় বেজিং৷ স্বাভাবিক জীবনে ফিরে আসে উহান৷ শুরু হয় স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য৷ কিন্তু মে মাসে ফের ৬ জন আক্রান্ত হন করোনাভাইরাসে৷  

আরও পড়ুন- করোনা সংক্রমণ রুখতে মুম্বই-বস্তি মডেল ভরসা ফিলিপিন্সের

লকডাউনে উহান
বছর শুরুতে উহানে ছিল লকডাউন৷

চিনের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ, বারগুলি খুললেও বারবার পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। কিন্তু ওয়াটার পার্কে যে ভাবে কাছাকাছি দাঁড়িয়ে নাচ-গান চলল, তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। উহানের এই ছবি ছড়িয়ে পড়তেই চিনকে কটাক্ষ করতে শুরু করেন নেটনাগরিকরা৷ করোনা নিয়ে এখনও উদ্বিগ্ন গোটা বিশ্ব৷ কিছু ভ্যাকসিন আশার আলো দেখালেও, তা এখনও মানুষের হাতে এসে পৌঁছয়নি৷ এই অবস্থায় করোনার আঁতুর ঘরের এই দৃশ্য নতুন করে সমালোচনার ঝড় তুলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =