বিশ্ব রাজনীতি: কেমন কাটল গোটা বছর?

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার: সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি ট্রাম্পের এই ঘোষণায় ক্ষিপ্ত তাঁর দলেরই একটা অংশ এবং জোট সঙ্গী ন্যাটোর একাধিক দেশ। আগামী ৬০-১০০ দিনের মধ্যে সিরিয়ায় থাকা প্রায় ২ হাজার মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। রাষ্ট্রপতি ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে পেন্টাগন। ব্রেক্সিট জট: ব্রেক্সিট নিয়ে সমস্যা অব্যাহত। পরাজয় নিশ্চিত

বিশ্ব রাজনীতি: কেমন কাটল গোটা বছর?

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার: সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি ট্রাম্পের এই ঘোষণায় ক্ষিপ্ত তাঁর দলেরই একটা অংশ এবং জোট সঙ্গী ন্যাটোর একাধিক দেশ। আগামী ৬০-১০০ দিনের মধ্যে সিরিয়ায় থাকা প্রায় ২ হাজার মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। রাষ্ট্রপতি ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে পেন্টাগন।

ব্রেক্সিট জট: ব্রেক্সিট নিয়ে সমস্যা অব্যাহত। পরাজয় নিশ্চিত জেনে ব্রিটেনের সংসদে ব্রেক্সিট ভোট স্থগিত করেন প্রধানমন্ত্রী টেরেসা মে। আগামী জানুয়ারি মাসে এই ভোট অনুষ্ঠিত হতে পারে। দ্রুত প্রক্রিয়া নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য চাপ বাড়ছে। তালিকায় আছে ফের ব্রেক্সিট নিয়ে গণভোট অথবা সংসদে ভোটগ্রহণ। ব্রেক্সিট কার্যকর হলে ইইউ থেকে আগামী ২৯ মার্চ ব্রিটেনের বেরিয়ে আসার কথা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ইয়েমেনে আগ্রাসন: সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় লক্ষ লক্ষ শিশু অনাহারের মুখে। ২০১৫ সালের মার্চ থেকেই মার্কিন মদতপুষ্ট সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট ইয়েমেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংঘর্ষে গত চার মাসে নাগরিক মৃত্যুর হার বেড়েছে ১৬৪ শতাংশ। গত সেপ্টেম্বরে জেনেভায় শান্তি আলোচনাও ভেস্তে গিয়েছে। সংঘর্ষে মারা গেছে ৬০ হাজারের বেশি মানুষ।

পরমাণু চুক্তি বাতিল: পূর্বসূরি রাষ্ট্রপতি ওবামার করে যাওয়া ইরানের সাথে ‘পরমাণু চুক্তি’ রাষ্ট্রপতি ট্রাম্প বাতিল করেছেন। ইরানকে এইভাবে ‘একঘরে’ করে দেওয়ার কাজে অনেকদিন ধরেই সক্রিয় তিনটে দেশ – আমেরিকা, ইজরায়েল ও সৌদি আরব। চাপানো হয়েছে নতুন অবরোধ।

রাউলের বিদায়: পূর্ব ঘোষণা মতো কিউবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লবের অন্যতম নেতা রাউল কাস্ত্রো। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। ২০০৩ সাল থেকে ক্যানেল কিউবার কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য হন। ২০০৯ সালে দেশের উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। ২০১৩ সালে উপরাষ্ট্রপতি। এর আগে তিনি ভিল্লা ক্লারা এবং হলগুইন প্রদেশ দুটির কমিউনিস্ট পার্টির সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ট্রাম্প-কিম বৈঠক: মুখোমুখি বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এবং গণতান্ত্রিক কোরিয়ার শীর্ষ নেতা কিম জঙ উন। সাত দশক পর দু’দেশের নেতার বৈঠক অনুষ্ঠিত হলো। যদিও গণতান্ত্রিক কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠেনি।

ব্রাজিলে নব্য ফ্যাসিবাদের জয়: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নব্য ফ্যাসিবাদী নেতা জ্যার বোলসোনারো। ২৮ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে বোলসোনারো পান ৫৫.১৮ শতাংশ ভোট। অন্যদিকে বামপন্থী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৪.৮২ শতাংশ। এর আগে গত এপ্রিল ভুয়ো মামলায় জেলে পাঠানো হয় ওয়ার্কার্স পার্টি (পিটি) নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভাকে। এবার নির্বাচনে লুলাই অন্যদের থেকে এগিয়ে ছিলেন। কিন্তু লুলাকে জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দেয়নি নির্বাচন কমিশন।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

সাংবাদিক খাশোগি হত্যা: গত ২রা অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাস থেকে নিখোঁজ হয়ে যান দি ওয়াশিংটন পোস্টের বিশিষ্ঠ বিভাগীয় লেখক জামাল খাশোগি। সেই সময় দূতাবাসের বাইরে ছিলেন খাশোগির বান্ধবী। তুরস্কের এই মহিলার সঙ্গেই খাশোগির আসন্ন বিয়ের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে সৌদি দূতাবাসে যান বিশিষ্ঠ সাংবাদিক। দূতাবাসেই সৌদি আরবের বিশেষ ঘাতকের দল খাশোগিকে খুন করে বলেই তুরস্কের অভিযোগ। এই অভিযোগের পক্ষে আঙ্কারা বেশ কিছু গুরুতর প্রমাণ সামনে এনেছে। শুরুতে সৌদি কর্তৃপক্ষের তরফে জানানো হয় ঘটনার দিন দূতাবাসের পেছনের দরজা দিয়ে খাশোগি চলে যান। কিন্তু দুনিয়াজুড়ে প্রবল সমালোচনার মুখে গত শনিবার দূতাবাসেই খাশোগিকে খুন করার সত্য কবুল করে রিয়াধ।

শ্রীলঙ্কায় রাজনৈতিক সঙ্কট: গত ২৬অক্টোবর প্রধানমন্ত্রীর পদ থেকে রানিল বিক্রমাসিংঘেকে সরিয়ে দেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষকে। এর জেরে দ্বীপ রাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়। পাশাপাশি শ্রীলঙ্কার ২২৫ আসনের সংসদ ভেঙে দিয়ে আগামী ৫জানুয়ারি নতুন করে নির্বাচন ঘোষণা করেন সিরিসেনা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রধানমন্ত্রী পদে পুনরায় বিক্রমাসিংঘেকে নিয়োগ করতে বাধ্য হন সিরিসেনা।

টার্গেট কারাকাস: ভেনেজুয়েলায় সরকার ফেলার মার্কিন চক্রান্ত অব্যাহত। বিশ্বের তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা এখন চীন এবং রাশিয়ার সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ হতে চেষ্টা করছে। প্রেসিডেন্ট মাদুরো নিজে এই প্রচেষ্টায় সক্রিয় হয়েছেন। যাতে লাতিন আমেরিকায় এই দুই বৃহৎ দেশের সুসম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়ে উঠতে চলেছে। যা ভেনেজুয়েলাকে ঘিরে আমেরিকার আগ্রাসনকে দুর্বল করে তুলতে বাধ্য। বিশেষত যা ওয়াশিংটনের জ্বালানি সংক্রান্ত মুনাফাখোর স্বার্থকে বিঘ্নিত করে তুলতে পারে। তাই শঙ্কিত ট্রাম্প। অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধ গড়ে তুলে যুদ্ধের হুংকার দিয়ে থামিয়ে দিতে তৎপর ভেনেজুয়েলা-চীন-রাশিয়া তথা লাতিনের দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক বিকাশের উজ্জ্বল সম্ভাবনাকে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − one =