আরো উত্তাপ বাড়ছে ইসরাইল-প্যালেস্টাইন দ্বন্দ্বে! শান্তির বার্তা বিশ্ব নেতাদের

আরো উত্তাপ বাড়ছে ইসরাইল-প্যালেস্টাইন দ্বন্দ্বে! শান্তির বার্তা বিশ্ব নেতাদের

গাজা সিটি: বিগত কয়েক দিন ধরে ইজরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে। ইসরাইলের রকেট হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে হামাসের প্রথম সারির ১০ নেতার। এদিকে তাদের পাল্টা হামলায় আরো উত্তাপ ছড়িয়েছে। অনেকেই মনে করছে যে ২০১৪ সালের যুদ্ধের ভয়াবহতা ছাপিয়ে যাবে এবার। তাই সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণে আগে থেকেই বিশ্বের তাবড় নেতারা শান্তির বার্তা দিচ্ছে। কারণ সোমবার থেকে শুরু হওয়ার লড়াইয়ে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ৬৭ জনের! রকেট হামলায় আহতদের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে দিন দিন।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া, ভারত থেকে শুরু করে ব্রিটেন, তুরস্ক, চিন এমনকি পাকিস্তান পর্যন্ত শান্তির বার্তা দিয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইনকে। যে যুদ্ধ কয়েকদিন ধরে চলছে তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধে না গিয়ে দুই দেশের উচিত এই মুহূর্তে শান্তি নিয়ে আলোচনা করা। একই সঙ্গে দুই দেশের অবস্থা নিয়ে ভারতে চিন্তিত সেটাও দাবি করা হয়েছে। অন্যদিকে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মতো করে চিন্তা প্রকাশ করেছে ইসরাইল এবং প্যালেস্টাইনকে নিয়ে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, যে যুদ্ধ শুরু হয়েছে তা হয়তো কয়েকদিনের মধ্যে থেমে যাবে বলে তিনি আশা করছেন কিন্তু ইজরায়েলের যে নিজেদের প্রতিরোধ করার অধিকার রয়েছে তাও স্পষ্ট করেছেন তিনি। অন্যদিকে চিন দাবি করেছে যে দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। 

উল্লেখ্য, জেরুসালেমের সংঘর্ষ নিয়ে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে বিবাদ অব্যাহত রয়েছে। রকেট হামলায় দুই দেশের একাধিক মানুষ মারা গিয়েছে ইতিমধ্যেই। ‌গাজায় রকেট হানায় ৯ জন শিশু সহ ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে সামগ্রিক পরিস্থিতির জন্য প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্যালেস্টাইনকে তিনি ব্যাপক হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =