তৃতীয় ঢেউয়ের মধ্যে ঢুকে পড়েছে বিশ্ব! চরম সতর্কবার্তা WHO-র

তৃতীয় ঢেউয়ের মধ্যে ঢুকে পড়েছে বিশ্ব! চরম সতর্কবার্তা WHO-র

জেনেভা: এতদিন ধরে একাধিক রিপোর্ট বের হচ্ছিল যেখানে দাবি করা হচ্ছিল পরবর্তী কয়েক মাসের মধ্যেই হয়তো করোনাভাইরাস তৃতীয় কেউ আসবে। ভারতের ক্ষেত্রে দাবি করা হচ্ছিল অগাস্টের পর থেকেই করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। কিন্তু এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা চরম সতর্কবার্তা দিয়ে জানাল, ইতিমধ্যে গোটা বিশ্ব করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে ঢুকে পড়েছে! অর্থাৎ এক কথায়, করোনাভাইরাস তৃতীয় ঢেউ ধীরে হলেও শুরু হয়ে গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হচ্ছে, করোনাভাইরাস ডেল্টা প্রজাতির কারণে অনেক আগে থেকেই তৃতীয় ঢেউয়ের আতঙ্ক ছিল এখন বাস্তব রূপ নিচ্ছে। এর পাশাপাশি রয়েছে সাধারণ মানুষের অসচেতনতা। করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই মানুষ সচেতনতা অবলম্বন না করে করোনাভাইরাস নিয়মবিধি এড়িয়ে চলেছে। সেই কারণেই বিশ্বের অধিকাংশ দেশে এখন নতুন করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। এই প্রেক্ষিতেই সতর্ক করে জানানো হয়েছে, করোনাভাইরাস ডেল্টা প্রজাতির কারণেই তৃতীয় ঢেউ ভয়ঙ্কর আকার নিতে পারে গোটা বিশ্ব জুড়ে। প্রাথমিকভাবে সেই জায়গায় বিশ্ব চলে এসেছে বলেই অনুমান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষিতে আবার তাদের তরফে দাবি করা হচ্ছে যে, দ্রুত গতির টিকাকরণ পরিস্থিতি সামাল দিতে পারে। চলতি বছরের মধ্যেই যদি প্রতিটি দেশের কমপক্ষে ৩৫-৪০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া যায় তাহলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। তবে সেই সঙ্গে অবশ্য ভাবে করোনাভাইরাস নিয়মবিধি মানতে হবে।

আরও পড়ুন: ‘ল্যামডা’, বিজ্ঞানীদের ঘুম ওড়াচ্ছে নতুন এই করোনা প্রজাতি

কয়েক সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে দিয়েছিল যে করোনাভাইরাস ডেল্টা প্রজাতির কারণে গোটা বিশ্ব জুড়ে তৃতীয় ঢেউ আসতে পারে। সবথেকে বেশি সংক্রামক বলা হচ্ছিল এই প্রজাতিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বেশিরভাগ দেশে এই প্রজাতি আটকানোর প্রয়োজনীয় পরিকাঠামো নেই। যার ফলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ডেল্টা প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ, যে সব জায়গায় টিকাকরণের হার কম সেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেল্টা ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =