হবু বউমার মুখ দেখে হারানো মেয়েকে ফিরে পেলেন শাশুড়ি-মা!

হবু বউমার মুখ দেখে হারানো মেয়েকে ফিরে পেলেন শাশুড়ি-মা!

চিন: এ-ও সম্ভব! বাস্তবে যা ঘটল, সিনেমার পর্দাতেও এমন দৃশ্য রয়েছে কি না সন্দেহ৷ হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন ছেলের বিয়ের দিন হবু বউমার মধ্যে৷ এই ঘটনা চীনের সুঝোকু প্রদেশের।

হবু বউমাকে দেখে সন্দেহ হয় ছেলের মায়ের। খোঁজ নিয়ে জানতে পারেন, ছেলের হবু বউ আসলে তাঁরই বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে৷ বিয়ের দিন ছেলের বউয়ের হাতে একটি দাগ দেখে সন্দেহ হয় মায়ের। কারণ বহু বছর আগে হারিয়ে যাওয়া তাঁর মেয়ের হাতেও এরকম একটি দাগ ছিল। সঙ্গে সঙ্গে তিনি মেয়েটির বাবা মায়ের কাছে গিয়ে জানতে চান কন্যাসন্তানটি দত্তক নেওয়া কিনা। আচমকা এই প্রশ্নে অবাক হয়ে যান মেয়ের মা বাবা৷ কারণ কথাটা সত্যি হলেও, এই কথা তাঁরা দু’জন ছাড়া আর কেউ জানত না। এমনকি মেয়েটি নিজেও জানতেন না যে এঁরা তাঁর বায়োলজিক্যাল বাবা মা নন। প্রায় ২০ বছর ধরে তাঁরা গোপন করে রেখেছেন সত্যটা৷ এই মেয়েটিকে দত্তক নিয়েছিলেন এই দম্পতি। মেয়েটি সব জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর আসল বাবা মায়ের বিষয়ে এই বাবা মায়ের কাছে জানতে চান।

মেয়েটি জানায়, বিয়ের চেয়েও আসল মায়ের সঙ্গে দেখা হওয়ায় খুব খুশি তিনি। কিন্তু এখানেই যে ঘটনার মধুরেণু সমাপয়েত ছিল না। নাটকের বাকি ছিল আরও। মেয়েটি তাঁর বড় দাদাকে বিয়ে করতে ঘোরতর আপত্তি করেন। কিন্তু সমস্যার সমাধান করে দেন তাঁর জন্মদাত্রী মা-ই। তিনি বলেন, এই ছেলেও তাঁর বায়োলজিক্যাল সন্তান নন, দত্তক নেওয়াই। তাই তাঁর  বিয়ে করতে কোনও সমস্যা নেই। মেয়েকে খুঁজে পাওয়ার সমস্ত আশা যখন হারিয়ে গিয়েছিল, তখনই একজনকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো এই ছেলেটিকে দত্তক নিয়েছিলেন তিনি। অবশেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় নির্বিঘ্নে। ঘটনার শেষটা বেশ ভালো হল, একেবারে সিনেমার ক্লাইমেক্সের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =