মেয়ের অডিশনের মাঝেই সিলিং ভেঙে পড়ে গেলেন মা, ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: মনের খুশিতে মিউডিকের অডিশন দিচ্ছিলেন একজন মহিলা। ভিডিওয় অডিশন দিচ্ছিলেন তিনি। তখনই হঠাৎ তাঁর মা যখন রেকর্ডিংয়ের সময় ঘরের সিলিং ভেঙে পড়ে যান। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।

নয়াদিল্লি: মনের খুশিতে মিউডিকের অডিশন দিচ্ছিলেন একজন মহিলা। ভিডিওয় অডিশন দিচ্ছিলেন তিনি। তখনই হঠাৎ তাঁর মা যখন রেকর্ডিংয়ের সময় ঘরের সিলিং ভেঙে পড়ে যান। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।

টিকটকে এই ভিডিওটি পোস্ট করেছেন লিজ সান মিল্লান (@ লিজজসএম_)। ভিডিওটি ১০ সেকেন্ডের। ভিডিওটিতে একটি ভয়াবহ ক্রাশ দেখা গিয়েছে। দেখা গিয়েছে সিলিং ভেঙে গিয়েছে এবং কোনও এক ব্যক্তির পা সেই ছিদ্রের মধ্য দিয়ে ঝুলছে। সান মিলান ক্যামেরাবন্দি করার আগে ভিডিওতে “হে ভগবান!” বলে চিৎকার করতে শোনা গিয়েছে। তিনি ক্লিপটি শেয়ার করে জানিয়েছেন যে ওই ব্যক্তি তাঁর। মা তাঁর ঘরের সিলিংয়ের মধ্য দিয়ে পড়ে গিয়েছিলেন। ভিডিওটি শেয়ার করার সময় তিনি লিখেছিলেন, “আমার মা আমাকে পা ভাঙার কথা বলছেন।” ভিডিওটি ইতিমধ্যেই ৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। ১.৫ মিলিয়নের বেশি মানুষ এটি পছন্দ করেছেন।

আরও পড়ুন: পরপর ছবি! SOS Kolkata-র পর আরও একটি ছবিতে সই করতে চলেছেন নুসরত?

সান মিল্লান বলেছিলেন যে তিনি আসন্ন অডিশনের জন্য 'হিথার্স: দ্য মিউজিকাল' থেকে ‘কিন্ডারগার্টেন বয়ফ্রেন্ড’ গানটি রেকর্ড করছিলেন। তাঁর মা তাঁদের বাড়ির অ্যাটিকে ছিলেন। এটি তাঁর ঘরের উপরেই ছিল। যখন সিলিংটি ভেঙে পড়ে তখন তিনি স্যুটকেসস খুঁজছিলেন। “তিনি পড়ার ঠিক আগেই, আপনি আমার মুখের মধ্যে বিরক্তি দেখতে পাচ্ছেন। কারণ মা জানতেন যে আমি ভিডিও করছি। অ্যাটিকের মধ্যে কাঠের বিম ছিল। সোখানে তাঁর পা রাখার কথা ছিল। কিন্তু তিনি সেটি করেননি এবং ঠিক আমার উপরে সিলিং থেকে পড়ে যান।” ওই মহিলা বলেন যে তাঁর মা খুব আহত হননি। তবে শক পেয়েছিলেন। তিনি এও বলেছেন যে তাঁর মা ভিডিওর মন্তব্যগুলি পড়ে বেশ উপভোগ করছেন।

View this post on Instagram

OMG

A post shared by BLACK LIVES MATTER (@klownary) on Aug 29, 2020 at 10:59pm PDT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =