নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদির ভাষণের পর ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ মিলিয়ে দেখা হচ্ছে বলে সওয়াল করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷
শুক্রবার ছিল রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনের মোদির পর ভাষণ দিতে ওঠেন ইমরান৷ ৫১ মিনিটের ভাষণে ২৬ মিনিট ধরে কাশ্মীর ইস্যুতে পাক যন্ত্রণার প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন ইমরান৷ ৩৭০ ধারা প্রসঙ্গ তুলে কাশ্মীদের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলেন৷ একই সঙ্গে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে জোড়ানো হচ্ছে বলেও তোলান অভিযোগ৷
ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের তুলোনা টানার প্রসঙ্গ তুলে কড়া নিন্দা জানান ইমরান৷ জানান, ইসলাম ধর্মের সঙ্গে কখনওই সন্ত্রাসবাদের যোগাযোগ মিলিয়ে দেওয়া উচিত নয়৷ এটা অপরাধ৷ কারণ ইসলা শান্তির কথা বলে৷ সেখানে ইচ্ছা করেই ইসলামের সঙ্গে জঙ্গিদের মিলিয়ে দেওয়ার প্রয়াস চলছে৷ এটা নিন্দা করতে হয়৷
অন্যদিকে অধিবেশনের অধিবেশন শুরু হওয়ার আগে পাক প্রধানমন্ত্রী ইমরান মার্কিন মুলুকে পৌঁছে যান৷ সেখানে ইমরান খান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন৷ কিন্তু সেখানে বিশেষ আশার আলো দেখতে পাননি বলেই মনে সংবাদা মাধ্যমে দাবি করেন ইমরান৷
রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগে আমেরিকায় ইমরান খান বলেন, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছি শুধুমাত্র কাজের জন্য কাশ্মীরে নাগরিকদের অধিকার রক্ষার জন্য৷ এই মুহূর্তে আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ৷ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের ইমরান বলেন, ‘‘কাশ্মীর নিয়ে আমি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে কথা বলেছি৷ কিন্তু হতাশ হয়েছি৷ আমি বুঝতে চেয়েছি, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য নরেন্দ্র মোদির ওপর কোনও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হবে না৷’’