ওয়াশিংটন: করোনা ভাইরাসে মহিলাদের তুলনায় পুরুষরা তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছেন৷ বিশেষজ্ঞরা বলছেন, ষাটের ওপরে থাকা পুরুষ ও মহিলাদের পরীক্ষা করে দেখা হয়েছে, পুরুষরা দ্রুত করোনায় আক্রান্ত হচ্ছেন৷ অন্যদিকে, ১৮ বছরের ওপর মহিলা ও পুরুষদের মধ্যেও পরীক্ষা করে একই রিপোর্ট পাওয়া গিয়েছে৷
আরও পড়ুন- রক্তের গ্রুপ জানিয়ে দেবে করোনা হওয়ার ঝুঁকি কতটা! দাবি গবেষকদের
বুধবার নেচার সায়েন্স অফ জার্নাল গবেষকরা একটি প্রতিবেদনে দাবি করেছেন, করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালেও মহিলাদের দুই ডোজ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে পুরুষদের তিন ডোজ দিতে হয়েছে। গবেষকরা জানিয়েছেন, পুরুষদের থেকে মহিলাদের প্রতিরোধ ক্ষমতা বেশি। জানা গিয়েছে, মহিলাদের টিকার ডোজ দ্রুত কাজ করছে। কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা বেশি বলে জানিয়েছেন গবেষকরা। প্রকৃতির নিয়মে মহিলাদের ইমিউটিনিটি ক্ষমতা পুরুষদের থেকে অনেক শক্তিশালী৷
আরও পড়ুন- ট্রায়াল শেষের আগেই গোপনে ভ্যাকসিন প্রয়োগ করছে চিন!
তবে লিঙ্গভেদে করোনা কতটা প্রভাব ফেলছে, সেই নিয়ে গবেষণার প্রয়োজন আছে। মহিলাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেনের সংক্রমণ হলে শরীর খুব দ্রুত তার উপযোগী প্রতিরোধ তৈরি করতে পারে। তবে পুরুষদের করোনা ভাইরাসে দ্রুত প্রভাব ফেলার দুটো কারণ গবেষকরা জানিয়েছেন। তার মধ্যে একটা যৌন হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ত্রী ইস্ট্রোজেন হরমোন করোনার ভাইরাসের প্রোটিনর ওপর সেভাবে প্রভাব ফেলতে পারে না। পরীক্ষা করে দেখা গিয়েছে, ইস্ট্রোজেন কিডনিতে করোনার বাইরে থাকা এসিই-২ রি সেপটর প্রোটিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। এই প্রোটিনের প্রকাশ যদি কমে তাহলেই ভাইরাস আর এই রিসেপটরকে চিহ্নিত করতে পারবে না। ফলে কোষে ঢোকার রাস্তা খুঁজে পাবে না। এছাড়া পুরুষদের তুলনায় মহিলাদের টি কোষের সক্রিয়তা বেশি। করোনা ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রেও টি কোষের সক্রিয়তার ওপর বেশি প্রভাব ফেলছে।