জেনেভা: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ সামলে উঠে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছিল ওটা বিশ্ব সহ ভারতবর্ষ। কিন্তু ঠিক এই সময়ে আবার এক নতুন প্রজাতির করোনাভাইরাস আতঙ্ক সৃষ্টি করছে। ডেল্টা প্রজাতির থেকেও বেশি সংক্রামক এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ওমিক্রন, যা নিয়ে ভারতকে আগাম সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, করোনাভাইরাস নিয়ে ভারতকে আরো বেশি আঁটোসাঁটো পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই অসচেতন হওয়ার জায়গা নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানাচ্ছেন, করোনাভাইরাস নিয়মবিধি না মানা এবং মাস্ক না পড়ার মত বিষয়গুলি যত সম্ভব এড়িয়ে চলতে হবে। ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজ্ঞানের ভিত্তিতেই করতে হবে বলে জানাচ্ছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে, করোনাভাইরাসের এই প্রজাতি ডেল্টা প্রজাতির থেকেও বেশি সংক্রামক মনে হচ্ছে বলে এখনই এটিকে ‘ভারিয়ান্ট অফ কন্সার্ন’ বলা হচ্ছে। পাশাপাশি এইরূপ আদৌ ডেল্টার থেকে বেশি ভয়ানক কিনা তা নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। মনে রাখতে হবে যে ভারতে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ ডেল্টা প্রজাতির জন্য এসেছিল কিন্তু এখন তা মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এরই মাঝে করোনার নতুন প্রজাতির খোঁজ মিলেছে ভারতবর্ষে। তাই অবশ্যই আলাদা করে আশঙ্কা বৃদ্ধি হচ্ছে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে।
বিগত কয়েক দিন ধরে দেশের করোনাভাইরাস দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ১২ হাজারের মধ্যে রয়েছে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। কিন্তু নতুন প্রজাতির খোঁজ মেলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বৃদ্ধি হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে হয়ত দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। যেটা হলে আবার লকডাউন আতঙ্ক তারা করে বেড়াবে সকলকে।