ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গি ভারতের পড়শি দেশে! সতর্কবার্তা দিল WHO

ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গি ভারতের পড়শি দেশে! সতর্কবার্তা দিল WHO

dengue

ঢাকা: বিগত কিছু বছরে ডেঙ্গির প্রকোপ যে বেড়েছে তা নিঃসন্দেহে বলা যায়। ভারত সহ নানা দেশেই মশাবাহিত রোগ নিয়ে চিন্তা রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের নানা রাজ্যে একাধিক ডেঙ্গি আক্রান্ত এবং মৃত্যুর খবর আসায় সেই চিন্তা আরও বেড়েছে। তবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকার যাবতীয় চেষ্টা করছে মশার বাড়বাড়ন্ত কমানোর। এই আবহে ভারতের পড়শি দেশকে নিয়ে চরম সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এই দেশেই নাকি ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গির প্রকোপ হচ্ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে নিয়ে এই চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। তাদের বক্তব্য, বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি এখনও একই রকম ভয়াবহ। আর তারা দেশের সরকারের তরফে যে তথ্য পেয়েছে তাতে এটাই বলা যায় যে, এই মুহূর্তে ইতিহাসের ভয়ঙ্করতম ডেঙ্গির প্রকোপ চলছে এই দেশে। পরিসংখ্যান বলছে, গত ৪ মাসে বাংলাদেশে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই ৬৫০ জন মারা গিয়েছেন। আক্রান্ত এবং মৃত্যুর এই সংখ্যাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তারা এও জানিয়েছেন, এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে ডেঙ্গির মতো আরও রোগের দেখা মিলবে। 

কিন্তু কী ভাবে এত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হল বাংলাদেশে? দেশের মানুষের অভিযোগ, বিভিন্ন জায়গায় জমা জল, নোংরা পরিষ্কারে অনীহা দেখা গিয়েছে সরকারের। প্রশাসন ডেঙ্গির রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও গাফিলতি করছে বলে অভিযোগ করছেন তারা। এছাড়া ডেঙ্গির এই উৎপাত জলবায়ুতে বদলের জন্যও হচ্ছে বলে বিজ্ঞানীদের একাংশ মনে করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =