করোনা ভাইরাস হয়তো কখনও নির্মূল হবে না: WHO

করোনা ভাইরাস হয়তো কখনও নির্মূল হবে না: WHO

a3e9f76f954cda795871edcbc9bb18dc

ওয়াশিংটন: লাফিয়ে বাড়ছে করোনা৷ গোটা বিশ্ব জুড়ে তার তাণ্ডব এখনও অব্যাহত৷ মহামারী পরিস্থিতি বিবেচনা করে করোনার সঙ্গে ঘর করার অভ্যাস করে রাখার জন্য দেশবাসীকে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ এবার ভারত সরকারের সুরে সুর মিলিয়ে একই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

করোনা মহামারী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, করোনাভাইরাস হয়তো কখনও নির্মূল হবে না৷ এইচআইভি ভাইরাসের মতো তা চিরস্থায়ী হয়ে যেতে পারে গোটা বিশ্বের কাছে৷ সংক্রমণ থাকা অবস্থায় বিধি-নিষেধ প্রত্যাহার কোনভাবেই করা যাবে না৷ তা হতে পারে অত্যন্ত বিপদজনক৷ নতুন করে মারাত্মক হারে বাড়তে পারে করোনা সংক্রমণ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক মাইকেল রায়ান৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷